কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali

কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali:
 
১) “World Heritage Day”- ১৮ এপ্রিল। 
২) WWF (World Wide Fund)- এ ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন বিশ্বনাথন আনন্দ।
৩) বিশ্বের মোট ৫৫ টি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর সিদ্ধান্ত নিল ভারত। এদের মধ্যে ২১ টি দেশে বাণিজ্যিকভাবে রপ্তানি করা হবে, এবং বাকি দেশগুলোর ক্ষেত্রে অনুদান পাঠানো হবে।
৪) করোনা মোকাবিলায় কেরালা “Covid-Kurripukal” নাম অনলাইন ক্যাম্পেইন শুরু করলো।
৫) Reverse Repo Rate ৪% থেকে কমিয়ে ৩.৭৫% করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক।