কারেন্ট অ্যাফেয়ার্স ২২ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali (22 April, 2020)

কারেন্ট অ্যাফেয়ার্স ২২ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali (22 April, 2020):
 
১) World Earth Day- ২২ এপ্রিল। ২০২০ থিম- “Climate Action”.
২) ভারতে National Civil Service Day-পালিত হল ২১ এপ্রিল। 
৩) Chinese Language Day- পালিত হয় ২০ এপ্রিল।
৪) World Liver Day- ১৯ এপ্রিল। 
৫) সুপ্রিম কোর্ট দেশের ৩ টি হাইকোর্টের প্রধান বিচারপতির নাম সুপারিশ করলো। বোম্বে হাইকোর্ট- দীপঙ্কর দত্ত, মেঘালয় হাইকোর্ট- বিশ্বনাথ সমাদ্দার, উড়িষ্যা হাইকোর্ট- মহঃ রফিক।
৬) “Mission Anna Seva”- নামক বিনামূল্যে আহার পরিষেবা চালু করলো Reliance Foundation.
৭) ICICI Bank ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যাঙ্কিং পরিষেবা লঞ্চ করলো।
৮) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন- IAS অফিসার কপিল দেব ত্রিপাঠী।
৯) “Facebook Gaming”- নামক প্রথম গেমিং অ্যাপ্লিকেশন লঞ্চ করল Facebook কর্তৃপক্ষ।
১০) “World Creativity and Innovation Day”- ২১ এপ্রিল।