কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali (24 April, 2020)

Advertisement
কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali (24 April, 2020):
 
১) জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস- ২৪ এপ্রিল। ১৯৫৯ সালে প্রথম রাজস্থানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গৃহীত হয়, কিন্তু অন্ধপ্রদেশে প্রথম এই ব্যবস্থা চালু হয়েছিল।
২) English Language Day- ২৩ এপ্রিল।
৩) কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক “VidyaDaan 2.0”- নামক e-learning প্ল্যাটফর্ম লঞ্চ করলো। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর নাম- রমেশ পখ্রিয়াল নিষাঙ্ক।
৪) ‘Badminton World Federation’- এ “I am Badminton” ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন পিভি সিন্ধু।
৫) সম্প্রতি “সুজলাং সুফলাং জল সঞ্চয় অভিযান”- চালু হলো গুজরাট রাজ্যে।
৬) ইরান প্রথম মিলিটারি স্যাটেলাইট প্রতিস্থাপন করলো, যার নাম “Noor”, এর অর্থ হলো Light বা আলো।
৭) “Global Press Freedom Index”- এর তালিকা অনুযায়ী ভারতের স্থান ১৪২ তম। প্রথম স্থানে নরওয়ে।
৮) Facebook ৪৩,৫৭৪ কোটি টাকার বিনিময়ে Reliance Jio কোম্পানির ৯.৯৯% শেয়ার কিনে নিল।
৯) সম্প্রতি শিল্প ও চিকিৎসার জন্য গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল লেবানন।
 

Related Articles