কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali (25 April, 2020)

Advertisement
কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali (25 April, 2020):
১) প্রতিবছর “বিশ্ব টিকাদান সপ্তাহ” ২৪- ৩০ এপ্রিল পালন করা হয়। এবছরের থিম- #VaccinesWork for All.
২) লকডাউনে অনলাইনে পড়াশোনার জন্য “Sampark Didi”- নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলো উত্তরাখণ্ড সরকার।
৩) করোনাভাইরাস সংক্রান্ত ভুয়া খবর সম্পর্কে সচেতনতা বাড়াতে “Wash Karo”- নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলো IIT-Delhi.
৪) সম্প্রতি প্রয়াত হলেন ফিজির প্রাক্তন প্রধানমন্ত্রী Laisenia Qarase. বয়স হয়েছিল ৭৯।
৫) “International Motorcycle Manufacturers Association”- এর প্রেসিডেন্ট হিসেবে দু বছরের জন্য নির্বাচিত হলেন রাকেশ শর্মা।
৬) করোনা ভাইরাস সংক্রান্ত আলোচনার জন্য “SAARC Virtual Conference” হোস্ট করবে পাকিস্তান।
৭) করোনা মোকাবিলায় “Apthamitra”- নামের মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলো কর্ণাটক সরকার।

Related Articles