কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩
কারেন্ট অ্যাফেয়ার্স ৩ জুলাই ২০২০, Bangla Current Affairs 3 July 2020
Advertisement

১) World Sports Journalist Day কবে পালিত হয়?
উঃ ২ জুলাই।
২) সম্প্রতি কোন ভারতীয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)- এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন?
উঃ শশাঙ্ক মনোহর। যিনি ২০১৬ সালে প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
৩) সম্প্রতি কে জাতিসংঘে ভারতীয় স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন?
উঃ ইন্দ্র মনি পান্ডে।
৪) Wisden ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট প্লেয়ার কে?
উঃ রবীন্দ্র জাদেজা। তিনি বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছেন।
৫) সম্প্রতি কে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন- এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত?
উঃ শ্রীকান্ত মাধব।