কারেন্ট অ্যাফেয়ার্স, ৯ মার্চ, ২০২০ Daily Current Affairs 9 March, 2020

কারেন্ট অ্যাফেয়ার্স, ৯ ফেব্রুয়ারী, ২০২০ Daily Current Affairs 9 February, 2020:
  • গ্রীষ্মকালীন উত্তরাখণ্ডের রাজধানী হবে Gairsain, ঘোষণা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
  • RBI- র ডেপুটি গভর্নর এন. এস বিশ্বনাথন অবসরের তিন মাস আগেই পদত্যাগ করলেন। শারীরিক অসুস্থতার জন্য এই পদত্যাগ বলে জানিয়েছেন।
  • আইআইটি মাদ্রাজ এর বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধি সম্পন্ন (Artificial Intelligence- AI) ড্রোন আবিষ্কার করলেন।
  • ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হলেন- Denys Shmygal.
  • SBI Life Insurance- এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে পুনরায় নিয়োগ হলেন সঞ্জীব নাটিয়াল।
  • মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এয়ারপোর্টের নতুন নাম হতে চলেছে ছাত্রপতি সম্ভাজি মহারাজ এয়ারপোর্ট। এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।
  • স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রী- Janez Jansa.