
পশ্চিমবঙ্গ পুলিশে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশ ডাইরেক্টরেট, ভবানী ভবন, আলিপুর, কলকাতা- 700027 এবং নবান্ন, হাওড়া -তে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 13/11/2020
বিজ্ঞপ্তি নম্বর- 814-ORG
পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC).
মোট শূন্যপদ- 35 টি।
বয়স- সর্বোচ্চ 64 বছরের মধ্যে।
নিয়োগের স্থান- ভবানী ভবন এবং নবান্ন।
যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের যেকোন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে সঙ্গে সেল্ফ অ্যাটেস্টেড করা প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 2 ডিসেম্বর, 2020.
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To the register, West Bengal Police Directorate at Ground floor of Bhabani Bhawan, Alipore, Kolkata- 700027