রাজ্যের কলেজে গ্রূপ-সি ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ, ইমেল -এর মাধ্যমে আবেদন করা যাবে

রাজ্যের একটি কলেজে গ্রুপ-সি ও গ্রুপ-ডি (Casual Post) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর কলেজে। জঙ্গিপুর কলেজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মহাবিদ্যালয়। এই গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কীভাবে আবেদন করবেন, তা বিস্তারিত আলোচনা করা হলো। Kalyani University affiliated Jangipur College Group- C & D Recruitment.
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 23/10/2020
পদের নাম- গ্রুপ-সি এবং গ্রুপ-ডি (non-teaching staff)
শিক্ষাগত যোগ্যতা-
গ্রুপ-সি: অন্তত উচ্চমাধ্যমিক পাশ।
গ্রুপ-ডি: অন্তত মাধ্যমিক পাশ।আবেদন পদ্ধতি- জঙ্গিপুর কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হবে নির্দিষ্ট ইমেল আইডির মাধ্যমে। কলেজের নির্দিষ্ট ইমেইল আইডিতে আবেদনকারীর সমস্ত নথিপত্র স্ক্যান করে পাঠাতে হবে।
নীচে দেওয়া ইমেল আইডি -তে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে পাঠাতে হবে- [email protected]
আবেদনের শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার 7 দিনের মধ্যে আবেদন করতে হবে। “এই সময়” পত্রিকায় 23 অক্টোবর, 2020 তারিখ প্রথমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জঙ্গিপুর কলেজ। 23 অক্টোবর থেকে আগামী 7 দিনের মধ্যে (ছুটির দিন বাদে) আবেদন করতে হবে।
অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন-