সেপ্টেম্বর মাসের সমস্ত চাকরির খবর- একনজরে দেখে নিন

ভারতীয় রেলে মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ। Railway Recruitment Cell (RRC) 2019

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট।

আবেদনের শেষ তারিখ- 15 অক্টোবর 2019।

অফিসিয়াল ওয়েবসাইট- http://rrcnr.org

পশ্চিমবঙ্গ সহ সারাদেশে IBPS Clerk পদে নিয়োগ। প্রায় ১২ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। পরীক্ষার সেন্টার পশ্চিমবঙ্গের আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়িতে রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন পাশ।
আবেদন করতে পারবেন- 9 অক্টোবর 2019 পর্যন্ত।
অফিসিয়াল ওয়েবসাইট- https://www.ibps.in
 

যাদবপুরে কাল্টিভেশন অফ সাইন্স- এ মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে দু বছরের আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Indian Association for the Cultivation of Science 2A and 2B Raja S.C. Mallick Road Kolkata- 700 032
আবেদনের শেষ তারিখ- 14 অক্টোবর 2019

অফিসিয়াল ওয়েবসাইট- http://www.iacs.res.in

বহরমপুরে রেলির মাধ্যমে আর্মিতে সরাসরি নিয়োগ। কেবলমাত্র মুর্শিদাবাদনদীয়াবীরভূমপশ্চিম ও পূর্ব বর্ধমান জেলার প্রার্থী এই রেলিতে অংশগ্রহণ করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে 45% নম্বর নিয়ে মাধ্যমিক পাস (প্রতিটি বিষয়ে 33 শতাংশ নম্বর থাকতে হবে)।
রেলি হবে বহরমপুর স্টেডিয়ামে। রেলিতে অংশ নেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন ও আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ- 19 অক্টোবর 2019

অফিসিয়াল নোটিশ- https://joinindianarmy.nic.in

DRDO- তে স্টেনোগ্রাফার, ক্লার্ক, স্টোর এসিস্ট্যান্ট, এবং ফায়ারম্যান পদে নিয়োগ। DRDO Recruitment 2019
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 15 অক্টোবর 2019 পর্যন্ত।
অফিসিয়াল ওয়েবসাইট- https://www.drdo.gov.in
নাবার্ড- এ ডেভলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন বিষয় থেকে গ্রাজুয়েশন পাস।
আবেদনের শেষ তারিখ- 2 অক্টোবর 2019।
অফিসিয়াল ওয়েবসাইট- https://www.nabard.org

সেন্ট্রাল কোল ফিল্ড লিমিটেডে প্রচুর শূন্যপদে নিয়োগ।
নিয়োগ করা হবে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, কম্পিউটার অপারেটর, পাম্প অপারেটর, সহ বিভিন্ন পদে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক/ অষ্টম শ্রেণী/ আইটিআই পাস।
আবেদনের শেষ তারিখ- 15 অক্টোবর 2019।

অফিসিয়াল ওয়েবসাইট- http://www.centralcoalfields.in

এয়ার ইন্ডিয়ায় এসিস্ট্যান্ট সুপারভাইজার পদে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন পাসকম্পিউটার ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স।

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 28 সেপ্টেম্বর 2019
অফিসিয়াল নোটিশ- http://www.airindia.in