উচ্চমাধ্যমিক পশে রাজ্যে লোয়ার ডিভিশন আসিস্টান্ট নিয়োগ হচ্ছে, LDA Recruitment

উচ্চমাধ্যমিক পশে রাজ্যে লোয়ার ডিভিশন আসিস্টান্ট নিয়োগ হচ্ছেJoin Our Facebook PageJoin Our Telegram Groupনিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে Office of the District Legal Service Authority, মুর্শিদাবাদ জেলা থেকে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের…

Published By: ExamBangla.com | Published On:

উচ্চমাধ্যমিক পশে রাজ্যে লোয়ার ডিভিশন আসিস্টান্ট নিয়োগ হচ্ছে


নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে Office of the District Legal Service Authority, মুর্শিদাবাদ জেলা থেকে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হয়ে থাকলে ইউ পদের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এই চুক্তি বছরের জন্য করা হবে।


পদের নাম: লোয়ার ডিভিশন আসিস্টান্ট হিসাবে সেক্রেটারি কম একাউন্টেন্ট।
শূন্যপদ: শূন্যপদের সংখ্যা টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ  করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। সাথে কম্পিউটার চালানোর দক্ষতা প্রয়োজন।
প্রতিমাসে বেতন: প্রতিমাসে ১৩,৫০০ টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। বয়স হিসাব করবেন ১লা জানুয়ারী ২০১৮ তারিখের হিসাবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: আবেদন শুরু হবে ২২শে এপ্রিল ২০১৯ তারিখ থেকে। আবেদন করতে পারবেন অনলাইন এর মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ৩০ শে এপ্রিল ২০১৯ বিকেল .০০ এর মধ্যে।

  • PSC Clerkship Syllabus pdf Download
  • Railway Group-D 2019 Syllabus pdf download
  • আপনি যদি PSC ক্লার্কশিপ / রেলওয়ে গ্রূপ-ডি / NTPC / ICDS সুপারভাইজার এর পরীক্ষার্থীহয়ে থাকেন তাহলে প্রতিদিন বিনামূল্যে অনলাইন মকটেস্ট দিন-  Click here

     Official Notice
    যেকোনো সরকারি চাকরির খবর এই ওয়েবসাইটে সবার প্রথমে দেওয়া হয়। তাই www.exambangla.comপ্রতিদিন ফলো করুন।

    ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

    © Exambangla  | All rights reserved

    Sitemap | Career