এপ্রিল ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স (April month Current Affairs in Bengali)

করোনা ভাইরাস মহামারীর জন্য লকডাউনের জেরে এপ্রিল মাসে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দেওয়া সম্ভব হয়নি। তাই এপ্রিল মাসের ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে দেওয়া হল।…

Published By: ExamBangla.com | Published On:
করোনা ভাইরাস মহামারীর জন্য লকডাউনের জেরে এপ্রিল মাসে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দেওয়া সম্ভব হয়নি। তাই এপ্রিল মাসের ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে দেওয়া হল। মাসের শেষে এপ্রিল মাসের সমগ্র কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ আপলোড করা হবে।


1. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড ব্যাংক এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স একত্রিত হওয়ার ফলে PNB তাদের নতুন লোগো তৈরি করলো। নতুন লোগো ১ এপ্রিল, ২০২০ থেকে জারি হলো।
2. ICICI ব্যাংক তাদের গ্রাহকদের জন্য Whatsapp সার্ভিস শুরু করলো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাউন্ট ব্যালেন্স, ট্রানজাকশন, কার্ড ব্লক সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়া যাবে।
3. অন্ধ্রপ্রদেশ সরকার Mobile Hand Wash Facility (চলন্ত গাড়িতে ট্যাপ যুক্ত জলের ট্যাঙ্ক, সাবান আছে এমন)  চালু করল।
4. করোনা ভাইরাস মহামারীর জন্য ২০২০ টোকিও অলিম্পিক স্থগিত হয়ে, আগামী ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো।
5. করোনা ভাইরাস মোকাবিলায় উত্তরপ্রদেশ সরকার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে “Team 11” গঠন করলেন।
6. করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জাপানিজ কমেডিয়ান Ken Shimura. বয়স হয়েছিল ৭০।
7. RBI- এর ডেপুটি গভর্নর হিসেবে পুনর্নিযুক্ত হলেন B.P. Kaunungo. 
8. করোনা মোকাবিলায় বিদেশি ভ্রমণকারীদের সহায়তার জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক একটি ওয়েব পোর্টাল চালু করল, www.strandedindia.com.
9. International Transgender Day of Visibility- পালিত হলো ৩১ মার্চ। 
10. IIT Kanpur এর বায়ো সাইন্স এবং বায়ো ইঞ্জিনিয়ারিং বিভাগ Portable Ventilator (বহনযোগ্য ভেন্টিলেটার) তৈরি করলো। দেশজুড়ে করোনা মোকাবিলায় এই ভেন্টিলেটার খুব কার্যকরী হবে।
11. সুন্দরম হোম ফিনান্স এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন Lakshminarayanan Duraiswamy, তিনি শ্রীনিবাস আচার্যের স্থলাভিষিক্ত হলেন।
12. কেন্দ্রীয় সরকার “Aarogya Setu” নামক করোনাভাইরাস ট্র্যাকিং অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ করলো।
13. PayTm Money- এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার প্রভিন যাদব পদত্যাগ করতে চলেছেন। এপ্রিল মাসের শেষে পদত্যাগ করবেন তিনি।
14. কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রক Covid- 19 আপডেটের জন্য স্বতন্ত্র টুইটার হ্যান্ডেল লঞ্চ করলো। @CovidnewsbyMIB.
15. কর্ণাটক সরকার “Corona Watch App” লঞ্চ করলো। যা কর্ণাটক সরকারের অফিশিয়াল ওয়েবসাইট (www.karnataka.gov.in) থেকে ডাউনলোড করা যাবে। 
16. ১ এপ্রিল পালিত হলো ওড়িশা দিবস, বা উৎকল দিবস। ১৯৬৩ সালে ১ এপ্রিল পশ্চিমবঙ্গ ও বিহার থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র ওড়িশা রাজ্য গঠিত হয়েছিল।
17. “World Autism Awareness Day (বিশ্ব আত্মমগ্নতা রোগ সচেতনতা দিবস) পালিত হলো ২ এপ্রিল। এবছরের থিম- The Transition to Adulthood.
18. প্রয়াত হলেন নোবেল পুরস্কার প্রাপ্ত পদার্থবিদ ফিলিপ অ্যান্ডারসন। তিনি Magnetism and Superconductivity নিয়ে আলোকপাত করেছেন।
19. জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন Rajnesh Oswal. 
20. ২০২১ এশিয়ান ইয়ুথ গেম হোস্ট করবে চীন। ২০২১ সালের ২০ থেকে ২৮ নভেম্বর চীনের Shantou শহরে অনুষ্ঠিত হবে।
21. PhonePe তাদের গ্রাহকদের জন্য “Corona Care” নামে ইন্সুরেন্স লঞ্চ করলো। 
22. বিশ্বের প্রাচীনতম ব্যক্তি হিসেবে সম্মানিত হলেন ব্রিটিশ নাগরিক Bob Weighton. ২৯ মার্চ, ১৯০৮ জন্মগ্রহণ করেন তিনি, সম্প্রতি ১১২ তম জন্মদিন পালন করলেন।
23. করোনা ভাইরাস প্রতিরোধ করতে ভারতকে $1 বিলিয়ন সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক।
24. সৌর কনার ঝড় গবেষণা করার জন্য “SunRISE”  মিশন লঞ্চ করতে চলেছে NASA. 
25. National thermal power Corporation (NTPC)- এর ডাইরেক্টর অফ হিউম্যান রিসোর্স হিসেবে নিযুক্ত হলেন দিলীপ কুমার পাটেল।
26. International Mine Awareness Day পালিত হলো ৪ এপ্রিল।
27. Covid- 19 এর জন্য স্থগিত হল FIFA Under- 17 Women’s World Cup, যা ২ থেকে ২১ নভেম্বর, ২০২০ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
28. State Disaster Risk Management Fund (SDRMF)- এ ১১,০৯২ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
29. করোনা ভাইরাস মোকাবিলায় খুব কম খরচে “Temperature Sensor Gun” ডিজাইন করলো ভারতীয় নেভির Naval Dockyard.
30. আন্তর্জাতিক সামুদ্রিক দিবস- ৫ এপ্রিল। এই দিনটিতে ভারতীয় উপকূলবর্তী বিভাগে অসামান্য অবদানকারীদের “Varuna” নামক পুরস্কারে পুরস্কৃত করা হয়।
31. তেলেঙ্গানা পুলিশ রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফিসে “V Safe Tunnel” বসালো, যা ২০ সেকেন্ডের মধ্যে ব্যাকটেরিয়া এবং জীবাণু থেকে মানুষকে স্যানিটাইজ করতে পারে।
32. মহাবীর জয়ন্তী পালিত হয় ৬ এপ্রিল, মহাবীর ছিলেন ২৪ তম তথা শেষ জৈন তীর্থঙ্কর। তিনি জন্মগ্রহণ করেছিলেন ৫৯৯ খ্রিস্টপূর্বাব্দে।
33. ২০২৪ সালে NASA চাঁদে মানুষ পাঠাবে।
34. আন্তর্জাতিক প্রতিফলন দিবস- ৭ এপ্রিল।
35. বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল।
36. National Association of Software & Services Company (NASSCOM)- এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন UB Pravin Rao. 
37. কেরালার এর্নাকুলাম জেলায় দক্ষিণ কোরিয়ার মডেলে Covid- 19 পরীক্ষার জন্য Walk- in Sample Kiosks (WISK) বসানো হলো।

38. কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন অনুরাগ শ্রীবাস্তব। তিনি ইথিওপিয়ায় ভারতীয় দূত হিসেবে নিযুক্ত ছিলেন।
39. করোনা ভাইরাস মোকাবিলায় সাংসদ এবং মন্ত্রীদের ১ বছরের জন্য ৩০% বেতন কাটার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।
40. করোনা ভাইরাস মোকাবিলায় ২ বছরের (২০২০- ২১, ২০২১- ২২ অর্থবর্ষে) সাংসদ তহবিলের টাকা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। 
41. Covid- 19 প্রতিরোধে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 5T প্ল্যান লঞ্চ করলেন। পাঁচটি “T” হল- Testing, Tracing Treatment, Teamwork এবং Tracking. 
42. Bharati AXA Life Insurance- এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হলেন Parag Raja.
43. শিশুদের জন্য ইউটিউব চ্যানেল লঞ্চ করতে চলেছে কর্ণাটক রাজ্যের শিক্ষা দপ্তর।
44. লকডাউনের সময় বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়ার জন্য “স্বাস্থ্য কি সিপাহী” পরিষেবা লঞ্চ করল প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র।
45. বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস- ১১ এপ্রিল।
46. Jana Small Finance Bank তাদের ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম “DigiGen” লঞ্চ করলো।
47. Covid-19 মোকাবিলায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভারতকে ২.২ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করল।
48. IIT Kanpur খুব কম খরচে Personal Protective Equipment (PPE). একটি তৈরি করতে খরচ হয়েছে ১০০ টাকার কম।
49. National Pet Day- ১১ এপ্রিল। 
50. বিশ্বের ধনী ব্যক্তিদের নতুন তালিকা অনুযায়ী প্রথম স্থান বজায় রাখলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ($113 Billion), এই তালিকার ১৭ তম স্থানে মুকেশ আম্বানি।
51. The World Anti-Doping Agency প্রতিবছর ৯ এপ্রিল Play True Day পালন করে। এবছরের থিম ছিল “Play Safe on Play True Day 2020”.
52. AU Small Finance Bank- এর Non-Executive চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন R.V. Verma.
53. “Oxford Covid-19 Government Response Tracker” তালিকায় ভারতের স্থান প্রথম।
54. সম্প্রতি প্রকাশিত FIFA Ranking- এ ভারতের স্থান ১০৮ তম। প্রথম স্থানে বেলজিয়াম।
55. ভারতে প্রথম আমেদাবাদ স্টেশনে “Sanitizing Tunnel” স্থাপন করা হলো।
56. কর্ণাটকা ব্যাংকের  Board of Directors হিসেবে নিযুক্ত হলেন Mahabaleshwara M S. 
57. World Chagas Disease Day- ১৪ এপ্রিল। 
58. ১৪ এপ্রিল, ২০২০- Dr. B. R. Ambedkar এর ১২৯ তম জন্মবার্ষিকী পালিত হলো।
59. প্রসার ভারতী “DD Retro” নামে একটি নতুন চ্যানেল লঞ্চ করলো। 
60. ২০২০ সাল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০১ তম বর্ষ।
61. লকডাউনে গরিবদের খাবার পৌঁছে দিতে মনিপুর সরকার “Food Bank” নামে এক উদ্যোগ গ্রহন করলো।
62. করোনা সংক্রান্ত তথ্যের জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী “YUKTI” নামক ওয়েব পোর্টাল লঞ্চ করলো। 
63. নেপাল সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হলেন মহাপ্রসাদ অধিকারী।
64. ভারতের সর্বপ্রথম পশুদের জন্য আইসোলেশন ওয়ার্ক তৈরি করল জিম করবেট ন্যাশনাল পার্ক।
65. ভারতে প্রথম উত্তরপ্রদেশে করোনা ভাইরাসের “Pool Testing” শুরু হলো।
66. ইউনিয়ন ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন বিরুপাক্ষ মিশ্র।
67. লকডাউনের মধ্যে অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকান সহজে খোঁজার জন্য গুগুল পে “Nearby Spot” লঞ্চ করলো।
68. বিহারের ৮০০০ গ্রামে করোনা ভাইরাসের Door to Door Screening শুরু হলো। 
69. করোনা মোকাবিলায় ভারতবাসীকে ৭টি পদক্ষেপ (“সপ্তপদী”) মেনে চলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
70. “AyuSynk”- নামক ডিজিটাল স্টেথোস্কোপ তৈরি করলো IIT- Bombay. এর মাধ্যমে হৃদস্পন্দন শোনা এবং রেকর্ডিং করা যাবে।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career