কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জুন, ২০২০ Daily Current Affairs 10 June 2020

১) সম্প্রতি বিশ্বব্যাংক করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ রাজ্যকে কত টাকার লোন অনুমোদন করলো? উঃ ১৯৫০ কোটি টাকা।   ২) "বন্দে উৎকল জননী"- নামক গানটি কোন রাজ্যের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হলো?…

Published By: ExamBangla.com | Published On:


১) সম্প্রতি বিশ্বব্যাংক করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ রাজ্যকে কত টাকার লোন অনুমোদন করলো?

উঃ ১৯৫০ কোটি টাকা।

 

২) “বন্দে উৎকল জননী”- নামক গানটি কোন রাজ্যের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হলো?

উঃ উড়িষ্যা।

 

৩) সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন হামজা কোয়া, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

উঃ ফুটবল।

 

৪) সদ্য প্রকাশিত Environment Performance Index (EPI Index 2020)- এর তালিকা অনুযায়ী ভারতের স্থান কত?

উঃ ১৬৮ তম।

 

৫) উত্তরাখণ্ডের কোথায় সবচেয়ে বড় “Uttrakhand Forest Research Wing Biodiversity Park” তৈরি করা হলো?

উঃ উত্তরাখণ্ডের Haldwani- তে।

 

৬) সম্প্রতি কে “COVID BEEP”- নামক অ্যাপ্লিকেশন লঞ্চ করলেন?

উঃ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

 

৭) সম্প্রতি কে Google Cloud India- র সিনিয়র ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?

উঃ অনিল ভাল্লুরী।

 

৮) “World Brain Tumor Day”- কবে পালিত হয়?

উঃ ৮ জুন।

 

৯) সম্প্রতি কোন রাজ্যে ২০২০- ২১ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে কলেজে ভর্তির সিদ্ধান্ত গৃহীত হলো?

উঃ আসাম।

 

১০) সম্প্রতি কে সুইজারল্যান্ডে ভারতীয় দূত হিসেবে নিযুক্ত হলেন?

উঃ মনিকা মোহতা।

 

১১) উত্তরাখণ্ডের কোন শহর গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করা হল?

উঃ Gairsain.

 

১২) সম্প্রতি কে United Nations Association for Development and Peace (UNADAP)- এর ‘Goodwill Ambassador for the poor’ হিসেবে নিযুক্ত হলেন?

উঃ ১৩ বছর বয়সি M. Nethra.

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career