কারেন্ট অ্যাফেয়ার্স ১২ মার্চ, ২০২০ Daily Current Affairs 12 March, 2020

কারেন্ট অ্যাফেয়ার্স ১২ মার্চ, ২০২০ Daily Current Affairs 12 March, 2020: এবারের আই লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। আইজল এফসি এর বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ী হয়ে দ্বিতীয় বার আই লিগ শিরোপা…

Published By: ExamBangla.com | Published On:
কারেন্ট অ্যাফেয়ার্স ১২ মার্চ, ২০২০ Daily Current Affairs 12 March, 2020:
  • এবারের আই লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। আইজল এফসি এর বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ী হয়ে দ্বিতীয় বার আই লিগ শিরোপা ছিনিয়ে নিল মোহনবাগান। 2014-15 প্রথমবার জয়ী হয়েছিল মোহনবাগান।
  • Renewable বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুজরাটে প্রায় 50,915 টি সৌর ছাদ (Rooftop) তৈরি করা হয়েছে। গুজরাট দেশের মধ্যে স্থাপনায় তালিকায় শীর্ষে রয়েছে।
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (CFO) হিসেবে নিযুক্ত হলেন Chalasani Nageswar.
  • দেশের প্রথম রাজ্য ওড়িশায় SHG দলগুলির জন্য ‘মিশন শক্তি’ নামে একটি আলাদা দপ্তর খোলা হবে। বিশ্ব নারী দিবসে এমনই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
  • রাঁচি ইউনিভার্সিটি তাদের নিজস্ব কমিউনিটি রেডিও স্টেশন লঞ্চ করলো- RADIO KHANCHI 90.4 FM, Aap Sabka Radio.
  • ‘Green J&K’ প্রকল্পের মাধ্যমে জম্মু-কাশ্মীরে প্রায় 32 লক্ষ বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হলো।  পুরো রাজ্যজুড়ে সবুজায়নের উদ্দেশ্যে এই প্রকল্প।
  • বিশ্ব নারী দিবসে বিশিষ্ট লেখিকা এবং চলচ্চিত্র নির্মাতা Tahira Kashyap একটি নতুন বই প্রকাশ করলেন। বইটির নাম- ‘The 12 Commandments of Being A Woman’. তাহিরা বিশিষ্ট অভিনেতা আয়ুষ্মান খুরানা- র স্ত্রী।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career