কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মার্চ, ২০২০ Daily Current Affairs 13 March, 2020

কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মার্চ, ২০২০ Daily Current Affairs 13 March, 2020: 12 মার্চ পালিত হলো বিশ্ব কিডনি দিবস। এবছরের থিম ছিল- "Kidney health for everyone everywhere". এবছরের বিশ্ব যোগা দিবস…

Published By: ExamBangla.com | Published On:
কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মার্চ, ২০২০ Daily Current Affairs 13 March, 2020:
  • 12 মার্চ পালিত হলো বিশ্ব কিডনি দিবস। এবছরের থিম ছিল- “Kidney health for everyone everywhere”.
  • এবছরের বিশ্ব যোগা দিবস অনুষ্ঠিত হবে লাদাখের শহরে, 21 জুন 2020.
  • ভারতীয় কোস্ট গার্ডের প্রথম মহিলা DIG হিসাবে নিযুক্ত হলেন নুপুর কুলশ্রেষ্ঠা। তিনি 1999 সালে কোস্টগার্ড যুক্ত হন। প্রথম মহিলা যিনি সরাসরি পদোন্নতির মাধ্যমে DIG পদে উন্নীত হলেন।
  • ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক একটি বই প্রকাশ করলেন। বইটির নাম- ‘The adventures of Daredevil democrat’. ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নবীন পট্টনায়কের পিতা বিজু পট্টনায়কের 104 তম জন্মবার্ষিকীতে এই বই প্রকাশ করলেন।
  • ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) এর নতুন তালিকায় ভারতের পাঁচ ব্যক্তি জায়গা করে নিলেন। Byju Raveendran (Founder- Byju’s), Gourav Gupta (Co-founder- Zomato), Tara Sing Vachani (CEO- Antara Senior Living), Vinati Mutreja (MD & CEO, Vinati Organics Ltd.), Swapan Mehra (CEO, Lora Ecological Solutions).
  • 63 কেজি বিভাগে বক্সিং- এ ব্রোঞ্জ পদক প্রাপ্ত মনীশ কৌশিক জর্ডানের আম্মান এশিয়ান কোয়ালিফায়ার জয়ের পর টোকিও অলিম্পিকের জন্য নির্বাচিত হলেন। ভারতীয় হিসেবে নবম।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বিশ্ব মহামারী হিসেবে চিহ্নিত করেছেন।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career