কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ জুন, ২০২০ Daily Current Affairs 14 June 2020

১) ২০২০ লিভিং সার্ভে অনুযায়ী ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? উঃ মুম্বাই। এশিয়া মহাদেশের মধ্যে ১৯ তম এবং বিশ্বের মধ্যে ৬০ তম স্থানে রয়েছে মুম্বাই। ২) সম্প্রতি কে Goodyear India-…

Published By: ExamBangla.com | Published On:

১) ২০২০ লিভিং সার্ভে অনুযায়ী ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?

উঃ মুম্বাই। এশিয়া মহাদেশের মধ্যে ১৯ তম এবং বিশ্বের মধ্যে ৬০ তম স্থানে রয়েছে মুম্বাই।

২) সম্প্রতি কে Goodyear India- র ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?

উঃ সন্দীপ মহাজন’।

৩) সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের কোন রেলওয়ে স্টেশনে বিশ্বের দীর্ঘতম প্লাটফর্ম তৈরি হতে চলেছে?

উঃ কর্নাটকের হুব্বাল্লি রেলওয়ে স্টেশন। এক বছরের মধ্যে এর কাজ শেষ হবে।

৪) সম্প্রতি কে ফিলিপিন্সে ভারতীয় দূত হিসেবে নিযুক্ত হলেন?

উঃ শম্ভু কুমারন।

৫) সম্প্রতি কে তামিলনাড়ুর স্বাস্থ্যসচিব নিযুক্ত হলেন?

উঃ Dr. J Radhakrishnan.

৬) সদ্যপ্রয়াত আনন্দ মোহন যুতশি গুলজার দেলভি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?

উঃ তিনি উর্দু কবি ছিলেন। এছাড়াও তিনি একজন স্বাধীনতা সংগ্রামী।

৭) সম্প্রতি কে স্টার নেভাল কমান্ড- এর মুখ্য আধিকারিক হিসেবে নিযুক্ত হলেন?

উঃ বিশ্বজিৎ দাশগুপ্ত।

৮) ইন্দো টিবেটান বর্ডার পুলিশ দ্বারা প্রকাশিত “Rakh Honsla Himmat Na Haar”- নামক গানটি কে লিখেছেন?

উঃ এই গানটি লিখেছেন কনস্টেবল বরুণ কুমার। এবং গানটি গেয়েছেন কনস্টেবল বিক্রম সিং। করোণা মোকাবিলায় যুক্ত যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে এই গানটি প্রকাশ করেছে ITBP.

৯) সদ্য প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী করোনা আবহে বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি নিরাপদ?

উঃ সুইজারল্যান্ড।

১০) সম্প্রতি কোন রাজ্যে “Bal Shramik Vidya Yojana” চালু করা হলো?

উঃ উত্তর প্রদেশ।

১১) সত্য প্রকাশিত FIFA Ranking 2020 অনুযায়ী ভারতের স্থান কত?

উঃ ১০৮ তম।

১২) লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

উঃ মহারাষ্ট্র। সম্প্রতি এই লোনার হ্রদে জলের রং পরিবর্তন হয়ে গোলাপি বর্ণ ধারন করেছে। বিশেষজ্ঞদের মতে জলস্তর কমে যাওয়া এবং লবনতা বৃদ্ধি পাওয়ার জন্য এই পরিবর্তন।

১৩) সম্প্রতি কে IDBI Bank- এর ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?

উঃ অংশুমান শর্মা।

১৪) সম্প্রতি কোন রাজ্যের সরকার পঞ্চম শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাস ব্যান করলো?

উঃ কর্ণাটক।

১৫) সম্প্রতি কোন রাজ্যে “কর্ম ভূমি”- নামক চাকরির অনলাইন পোর্টাল চালু করা হলো?

উঃ পশ্চিমবঙ্গ।

১৬) সদ্য প্রয়াত হলেন বুরুন্ডির প্রেসিডেন্ট, তার নাম কি?

উঃ Pierre Nkurunziza.

১৭) সম্প্রতি কে OYO Hotels and Homes- এর নন- এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?

উঃ Steve Albrecht.

১৮) সম্প্রতি কে Godrej Consumer Products Ltd.- এর CEO হিসেবে নিযুক্ত হলেন?

উঃ নিশাবা গোদরেজ।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career