কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জুন, ২০২০ Daily Current Affairs 18 June 2020

১) International Picnic Day কবে পালিত হয়? উঃ ১৮ জুন। ২) সম্প্রতি কোন নিউজিল্যান্ডের ক্রিকেটার প্রয়াত হলেন? উঃ Matt Poore. ৩) কোন ব্যাংক "Insta FlexiCash"- নামক ওভারড্রাফট পরিষেবা লঞ্চ করলো?…

Published By: ExamBangla.com | Published On:

১) International Picnic Day কবে পালিত হয়?

উঃ ১৮ জুন।

২) সম্প্রতি কোন নিউজিল্যান্ডের ক্রিকেটার প্রয়াত হলেন?

উঃ Matt Poore.

৩) কোন ব্যাংক “Insta FlexiCash”- নামক ওভারড্রাফট পরিষেবা লঞ্চ করলো?

উঃ ICICI.

৪) সম্প্রতি Indian Energy Exchange (IEX) ভারতের প্রথম যে গ্যাস ট্রেডিং প্লাটফর্ম লঞ্চ করলো, তার নাম কি?

উঃ The Indian Gas Exchange (IGX).

৫) সম্প্রতি কে SIDBI- এর ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?

উঃ দেবেন্দ্র কুমার সিং। SIDBI- Small Industries Development Bank of India.

৬) সম্প্রতি ভারত ও চীনের মধ্যে সীমানা সংঘর্ষ কোথায় সংঘটিত হয়েছে?

উঃ Galwan Valley.

৭) সম্প্রতি কে বেলজিয়ামে ভারতীয় দূত হিসেবে নিযুক্ত হলেন?

উঃ সন্তোষ ঝা।

৮) সম্প্রতি কোন রাজ্যে “রাজা পর্ব” নামক উৎসব অনুষ্ঠিত হয়?

উঃ উড়িষ্যা।

৯) সম্প্রতি কোন সংস্থা Micro Small and Medium Enterprises (MSME)- গুলির জন্য “সুরক্ষা স্যালারি একাউন্ট” লঞ্চ করলো?

উঃ Airtel Payments Bank.

১০) সম্প্রতি আমেরিকার কোথায় ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট হনুমানের মূর্তি স্থাপন করা হলো?

উঃ Delaware-এ

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career