কারেন্ট অ্যাফেয়ার্স- ১৮ মার্চ, ২০২০ Daily Current Affairs 18 March 2020

কারেন্ট অ্যাফেয়ার্স- ১৮ মার্চ, ২০২০ Daily Current Affairs 18 March 2020:   ১) সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করা হলো। তিনি সুপ্রিম কোর্টের 46…

Published By: ExamBangla.com | Published On:
কারেন্ট অ্যাফেয়ার্স- ১৮ মার্চ, ২০২০ Daily Current Affairs 18 March 2020:
 
১) সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করা হলো। তিনি সুপ্রিম কোর্টের 46 তম প্রধান বিচারপতি। ৩ অক্টোবর, ২০১৮ থেকে ১৭ নভেম্বর, ২০১৯ পর্যন্ত এই পদে ছিলেন।
২) মনোহর পারিক্কর এর জীবনী নিয়ে একটি বই এপ্রিল মাসে প্রকাশিত হতে চলেছে। তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন। বইটির নাম- “An Extraordinary Life: A Biography of Manohar Parrikar”. লেখক- Sadguru Patil এবং Mayabhusan Navenkar.
৩) জম্মু-কাশ্মীরের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিযুক্ত হলেন- Hidresh Kumar, (IAS ব্যাচ, ১৯৯৯)। বর্তমানে তিনি জম্মু-কাশ্মীরের স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার সেক্রেটারি।
৪) সার্কের দেশগুলির জন্য Covid- 19 জরুরী তহবিলে ভারত 10 মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
৫) নেপালের তিনটি স্কুল বিল্ডিং তৈরির জন্য ভারত সরকার মোট ১০৭.০১ মিলিয়ন নেপালি রুপী সরবরাহ করলো। নেপালের Darchula, Dhanusa এবং Kapilavastu জেলাতে স্কুলগুলো তৈরী হবে।
৬) Covid- 19 মোকাবিলায় ভারতের বিদেশমন্ত্রক 24×7 হেলপ্লাইন নম্বর চালু করলো- ১৮০০১১৮৭৯৭ 
৭) Covid- 19 মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন নম্বর- ১০৭৫
৮) ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিজেদের প্লাটফর্মে মাস্কের বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করলো। অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রাম কোনো মাস্কের বিজ্ঞাপন দেখাবে না।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career