কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ মে, ২০২০ Daily Current Affairs 19 May 2020

১) সম্প্রতি কে ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন? Ans- Netanyahu. ইজরায়েলের ৩৫ তম সরকার গড়লেন। ২) সম্প্রতি কোন রাজ্যে "চরণ পাদুকা"- নামক ক্যাম্পেইন লঞ্চ করা হলো? Ans- মধ্যপ্রদেশ। এর…

Published By: ExamBangla.com | Published On:
১) সম্প্রতি কে ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন?

Ans- Netanyahu. ইজরায়েলের ৩৫ তম সরকার গড়লেন।

২) সম্প্রতি কোন রাজ্যে “চরণ পাদুকা”- নামক ক্যাম্পেইন লঞ্চ করা হলো?

Ans- মধ্যপ্রদেশ। এর মাধ্যমে যেসব পরিযায়ী শ্রমিকরা মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে পায়ে হেঁটে যাবে তাদের জুতো দেওয়া হবে।

৩) চতুর্থ দফার লকডাউন কত তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে?

Ans- ৩১ মে পর্যন্ত।

৪) “World Hypertension Day” কবে পালিত হয়?

Ans- ১৭ মে। এবছরের থিম- Know Your Numbers.

৫) সম্প্রতি কোন আগ্নেয়গিরি পৃথিবীর বৃহত্তম ও উষ্ণতম শিল্ড (shield) আগ্নেয়গিরি হিসেবে চিহ্নিত হলো?

Ans- পুহাহনু (Puhahonu). Shield volcanoes are almost exclusively basalt, a type of lava that is very fluid when erupted.

৬) জলের হোম ডেলিভারি দেওয়ার জন্য Bisleri কোন কোন কোম্পানির সাথে পার্টনারশিপে কাজ শুরু করলো?

Ans- Zomato এবং Dunzo.

৭) অনলাইনে আদালতের পরিষেবা দেওয়ার জন্য সম্প্রতি কোন রাজ্যে “E- Sewa Kendra” খোলা হলো?

Ans- ওড়িশা।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career