কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জুন, ২০২০ Daily Current Affairs 20 June 2020

১) বিশ্ব শরণার্থী দিবস বা World Refugee Day কবে পালিত হয়? উঃ ২০ জুন। এবছরের থিম- "Every Action Counts".  ২) সম্প্রতি সৌদি আরবের কোন সংস্থা রিলাইন্স জিও- র ২.৩২ শতাংশ…

Published By: ExamBangla.com | Published On:

১) বিশ্ব শরণার্থী দিবস বা World Refugee Day কবে পালিত হয়?

উঃ ২০ জুন। এবছরের থিম- “Every Action Counts”. 

২) সম্প্রতি সৌদি আরবের কোন সংস্থা রিলাইন্স জিও- র ২.৩২ শতাংশ শেয়ার কিনে নিল?

উঃ Saudi Arabia’s Public Investment Fund (PIF). সংস্থাটি বিনিয়োগ করেছে 11,367 কোটি টাকা।

৩) সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন Covid- 19 এর জন্য যে মোবাইল ল্যাব লঞ্চ করলেন তার নাম কি?

উঃ I-Lab.

৪) সম্প্রতি ১৯ জুন কোন রাজ্যে “Great June Uprising Day” পালিত হলো?

উঃ মনিপুর।

৫) সম্প্রতি কে UN General Assembly- র প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন?

উঃ ভোলকান বোচকির।

৬) সম্প্রতি আইজলের কোন স্টেডিয়ামকে KISCE- এর জন্য আপগ্রেড করার সিদ্ধান্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু?

উঃ রাজীব গান্ধী স্টেডিয়াম। KISCE- Khelo India State Centre of Excellence.

৭) কোন ভারতীয় অর্থনীতিবিদ সম্প্রতি “Peace Prize of the German Book Trade”- পুরস্কার জিতলেন?

উঃ অমর্ত্য সেন।

৮) সম্প্রতি ভারতবর্ষে কোথায় পৃথিবীর বৃহত্তম ১০ হাজার শয্যা বিশিষ্ট করোনা চিকিৎসা পরিষেবা কেন্দ্র তৈরি করা হলো?

উঃ দিল্লিতে। দিল্লির রাধাস্বামী স্পিরিচুয়াল সেন্টার- কে অস্থায়ীভাবে করোনা চিকিৎসার জন্য তৈরি করা হলো।

৯) কে কিরগিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন?

উঃ Kubatbek Boronov.

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career