কারেন্ট অ্যাফেয়ার্স- ২১ মার্চ, ২০২০ Daily Current Affairs 21 March 2020

কারেন্ট অ্যাফেয়ার্স- ২১ মার্চ, ২০২০ Daily Current Affairs 21 March 2020: ১) UN French Language Day পালিত হল ২০ মার্চ।  ২) উগান্ডাতে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন A. Ajay Kumar.…

Published By: ExamBangla.com | Published On:
কারেন্ট অ্যাফেয়ার্স- ২১ মার্চ, ২০২০ Daily Current Affairs 21 March 2020:
১) UN French Language Day পালিত হল ২০ মার্চ। 
২) উগান্ডাতে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন A. Ajay Kumar. বর্তমানে তিনি ভারতীয়  বিদেশমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি।
৩) অরুন্ধতী ভট্টাচার্য Crisil থেকে পদত্যাগ করলেন। তিনি India Operations of Salesforce এর চেয়ারপার্সন এবং CEO হিসেবে নিযুক্ত হতে চলেছেন।
৪) ২০ মার্চ বিশ্বজুড়ে পালিত হল International Day of Happiness. এবারের থিম ছিল- “Happiness for All, Together”.
৫) পালিত হল Worlds Sparrow Day- ২০ মার্চ। পাখিদের সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। এই দিনটি প্রথম পালন করা হয় ২০১০ সালে।
৬) হিমাচল প্রদেশ সরকার পুলিশের কার্যকারিতা উন্নয়নের জন্য দুটি সিস্টেম চালু করল। প্রথমটি- Police Station Visitor Survey System এবং দ্বিতীয়টি e-Night Beat Checking System.
৭) করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো অনুসন্ধানের জন্য সরকারের তরফ থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট বোর্ড তৈরি করা হল। ৯০১৩১৫১৫১৫ নম্বরটি মোবাইলের সেভ করলেই অটোমেটিক ভাবে করোনা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
৮) প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ২২ মার্চ দেশজুড়ে “জনতা কারফিউ” পালন করতে অনুরোধ জানিয়েছেন। ওই দিন সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পালন করতে হবে।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career