কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali (23 April, 2020)

কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali (23 April, 2020):   ১) "World Book and Copyright Day"- ২৩ এপ্রিল। এবছরের থিম- "KL Baca- Caring Through Reading". ২)…

Published By: ExamBangla.com | Published On:
কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali (23 April, 2020):
 
১) “World Book and Copyright Day”- ২৩ এপ্রিল। এবছরের থিম- “KL Baca- Caring Through Reading”.
২) বাচ্চাদের জন্য “How the Onion Got Its Layers”- নামক বইয়ের অডিও ফরমেট প্রকাশিত হলো। বইটি লিখেছেন Sudha Murty. 
৩) অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তার জন্য মধ্যপ্রদেশ সরকার “Chief Minister Covid-19 Yoddha Kalyan Yojana” লঞ্চ করলো। 
৪) “Administrative Professionals Day”- ২২ এপ্রিল। এই দিনটি “Secretaries Day” হিসাবেও পরিচিত।৫) “Huawei India”- এর CEO হিসেবে নিযুক্ত হলেন David Li.
৬) সদ্য প্রয়াত হলেন টম এন্ড জেরি অ্যানিমেটেড ধারাবাহিকের ডাইরেক্টর Gene Deitch.
৭) ভারতের প্রথম করোনা মুক্ত রাজ্য গোয়া।
৮) কৃষকদের সহায়তায় “Kisan Rath Mobile App” লঞ্চ করলো কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর নাম- নরেন্দ্র সিং তোমার।
৯) করোনা মোকাবিলায় “তিরঙ্গা ভেহিকেল” লঞ্চ করলো কেরালা সরকার।
১০) City Union Bank- এর MD & CEO হিসেবে নিযুক্ত হলেন N Kamakodi.
১১) করোনা মোকাবিলায় জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য Covid India Seva- নামক টুইটার হ্যান্ডেল লঞ্চ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career