কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জুন, ২০২০ Daily Current Affairs 26 June 2020

১) সম্প্রতি উত্তরপ্রদেশের কোন এয়ারপোর্টকে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভা? উঃ কুশিনগর এয়ারপোর্ট। ২) সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জম্মু-কাশ্মীরের কোন ব্রিজের অনলাইনে উদ্বোধন করলেন? উঃ উধমপুরের দেবিকা এবং…

Published By: ExamBangla.com | Published On:

১) সম্প্রতি উত্তরপ্রদেশের কোন এয়ারপোর্টকে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভা?

উঃ কুশিনগর এয়ারপোর্ট।

২) সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জম্মু-কাশ্মীরের কোন ব্রিজের অনলাইনে উদ্বোধন করলেন?

উঃ উধমপুরের দেবিকা এবং পূনেজা নদীতে “দেবিকা ব্রিজ” উদ্বোধন করলেন।

৩) কেন্দ্রীয় সরকারের কোন দপ্তর “Vedic food and spices of India” নামক অনলাইন সেমিনারের আয়োজন করলো?

উঃ Ministry of Tourism.

৪) Central Ministry of Skill Development সম্প্রতি কোন সংস্থার সাথে পার্টনারশিপে “Skills Build Reignite”- নামক ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছে?

উঃ International Business Machines (IBM).

৫) কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫ তম বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কোন দেশে গিয়েছিলেন?

উঃ রাশিয়া। তাঁর এই সফর ছিল ৩ দিনের।

৬) কোন রাজ্যে “Laptop Scheme 2020”- নামক প্রকল্প চালু করা হলো?

উঃ কেরালা। ‌ এই প্রকল্পের মাধ্যমে গরীব ছাত্র-ছাত্রীদের ১৫ হাজার টাকার মূল্যের ল্যাপটপ, প্রতিমাসে ৫০০ টাকার কিস্তির বিনিময় প্রদান করা হবে।

৭) সম্প্রতি IOC (International Olympic Committee) কোন দপ্তরের সাথে পার্টনারশিপে #HEALTHYTogether নামক ক্যাম্পেইন লঞ্চ করলো?

উঃ World Health Organisation (WHO) & United Nations (UN)

৮) আন্তর্জাতিক স্পেস স্টেশনে ব্যক্তিগত ভ্রমণের উদ্দেশ্যে সম্প্রতি NASA কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হলো?

উঃ Virgin Galactic Holdings Inc.

৯) কে উত্তরাখণ্ড ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন?

উঃ ওয়াসিম জাফর।

১০) সার্বিয়ার নবনিযুক্ত রাষ্ট্রপতি নাম কি?

উঃ Aleksandar Vicic.

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career