কারেন্ট অ্যাফেয়ার্স- ২৯ এপ্রিল, ২০২০ Daily Current Affairs 29 April 2020

কারেন্ট অ্যাফেয়ার্স- ২৯ এপ্রিল, ২০২০ Daily Current Affairs 29 April 2020: ১) করোনা সংক্রান্ত আলোচনার জন্য আয়োজিত 'BRICS' সম্মেলন কোন দেশ হোস্ট করলো? Ans- রাশিয়া। এই মিটিংয়ে ভারতের তরফে বিদেশমন্ত্রী…

Published By: ExamBangla.com | Published On:
কারেন্ট অ্যাফেয়ার্স- ২৯ এপ্রিল, ২০২০ Daily Current Affairs 29 April 2020:
১) করোনা সংক্রান্ত আলোচনার জন্য আয়োজিত ‘BRICS’ সম্মেলন কোন দেশ হোস্ট করলো?
Ans- রাশিয়া। এই মিটিংয়ে ভারতের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছিলেন। BRICS- ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা।
২) কবে “World Day for Safety and Health at Work” পালিত হয়? 
Ans- ২৮ এপ্রিল। এবছরের থিম- ‘Stop the Pandemic’.
৩) প্রথম কোথায় এক করোনা রোগীকে পরীক্ষামূলক ভাবে প্লাজমা থেরাপি দেওয়া হলো?
Ans- লখনৌ- এর King George Medical University তে।
৪) সম্প্রতি কোন ক্রিকেটারকে ৩ বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ব্যান করলো?
Ans- Umar Akmal. 
৫) সম্প্রতি কোন ভারতীয় রানার-কে Athletics Integrity Unit (AIU) ব্যান করলো?
Ans- ঝুমা খাতুন। তার শরীরে ডিহাইড্রোক্লোরোমিথাইল টেস্টোস্টেরন পজিটিভ এসেছে।
৬) করোনা ভাইরাসের জন্য ‘Pitch Black 2020’ বাতিল হয়ে কোন বছর হওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো?
Ans- ২০২২। ‘Pitch Black’ হলো Royal Australian Air force (RAAF) দ্বারা আয়োজিত দ্বিবার্ষিক তিন সপ্তাহের বিমান যুদ্ধ প্রশিক্ষণ।
৭) সম্প্রতি কোন রাজ্যে Zero Interest Loan Scheme চালু করা হলো?
Ans- অন্ধপ্রদেশ। SHG দলগুলির জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এই স্কিম চালু করলেন।
৮) সম্প্রতি কোন রাজ্যে অনলাইনে পড়াশোনার জন্য “Sampark Baithak”- নামক App লঞ্চ করলো?
Ans- হরিয়ানা।
৯) কোন রাজ্য সরকার “Jeevan Shakti Yojana” লঞ্চ করলো?
Ans- মধ্যপ্রদেশ। এই স্কিমের মাধ্যমে মহিলারা মাস্ক তৈরি করে, মাস্ক প্রতি ১১ টাকা রোজগার করতে পারবে।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career