কারেন্ট অ্যাফেয়ার্স ২ মে, ২০২০ Daily Current Affairs 2 May 2020

১) সম্প্রতি কে Google Pay India- র পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হলেন? Ans- শিখা শর্মা, যিনি অ্যাক্সিস ব্যাংকের প্রাক্তন CEO. ২) সম্প্রতি কোন ব্যাংক "Vikas Abhaya"- নামক লোন লঞ্চ করলো? Ans-…

Published By: ExamBangla.com | Published On:
১) সম্প্রতি কে Google Pay India- র পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হলেন?
Ans- শিখা শর্মা, যিনি অ্যাক্সিস ব্যাংকের প্রাক্তন CEO.
২) সম্প্রতি কোন ব্যাংক “Vikas Abhaya”- নামক লোন লঞ্চ করলো?
Ans- কর্নাটক বিকাশ গ্রামীণ ব্যাংক (KVGB). করোনা ভাইরাস মহামারীর জন্য যেসব ঋণ গ্রহীতাদের ব্যবসা বিঘ্নিত, তাদের সাহায্যের জন্য এই লোন স্কিম লঞ্চ করা হয়েছে।
৩) আম্ফান ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ?
Ans- থাইল্যান্ড। ভারত মহাসাগরে সৃষ্ট ঝড় গুলোর নামকরন করে WMO/ ESCAP- এর প্যানেলে থাকা মোট ৮ টি দেশ। দেশ গুলি হল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ফণী ঘূর্ণিঝড়- বাংলাদেশ। বুলবুল- পাকিস্তান।

৪) সম্প্রতি দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের কোন দপ্তরের সাথে যৌথভাবে “Corona se jung- Delhi Police ke sang”- নামক উদ্যোগ নিয়েছে?
Ans- Ministry of AYUSH.
৫) “মহারাষ্ট্র দিবস” এবং “গুজরাট দিবস” কবে পালিত হয়?
Ans- ১ মে। ১৯৬০ সালে বোম্বে রাজ্য বিভক্ত হয়ে মহারাষ্ট্র এবং গুজরাট দুটি পৃথক রাজ্য গঠিত হয়। 
৬) সম্প্রতি আসামের এক মহিলা স্বাধীনতা সংগ্রামী প্রয়াত হলেন, যিনি ২০০৬ সালে National Communal Harmony Award- এ ভূষিত হন, তার নাম কি?
Ans- গন্ধিয়ান হেমা ভারালি। এই National Communal Harmony Award ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক দেওয়া হয়।
৭) সম্প্রতি মহারাষ্ট্রের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সম্প্রসারণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কত টাকা ঋণ দিলো?
Ans- ৩৪৬ মিলিয়ন ডলার।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career