কারেন্ট অ্যাফেয়ার্স ৩ মে, ২০২০ Daily Current Affairs 3 May 2020

১) ২০২০ বিশ্ব হাসি দিবস কবে পালন করা হলো? Ans- ৩ মে। প্রতি বছর মে মাসের প্রথম রবিবার এই দিনটি পালন করা হয়। ২০২০ সালে মে মাসের প্রথম রবিবার ৩ তারিখ। …

Published By: ExamBangla.com | Published On:
১) ২০২০ বিশ্ব হাসি দিবস কবে পালন করা হলো?

Ans- ৩ মে। প্রতি বছর মে মাসের প্রথম রবিবার এই দিনটি পালন করা হয়। ২০২০ সালে মে মাসের প্রথম রবিবার ৩ তারিখ। 

২) সম্প্রতি প্রথম কোন ভারতীয় Fed Cup Heart Award- এর জন্য মনোনীত হলেন?
Ans- সানিয়া মির্জা। সানিয়া মির্জার টেনিস খেলার সাথে যুক্ত।
 
৩) করোনা প্রতিরোধে তৃতীয় দফার লকডাউন কত তারিখ থেকে কার্যকর হলো?
Ans- ৪ মে ২০২০।
 
৪) সম্প্রতি কোন রাজ্যে “মহাত্মা জ্যোতিবা ফুলে জন আরোগ্য যোজনা”- নামক স্বাস্থ্য বীমা চালু করা হলো?
Ans- মহারাষ্ট্র। এটি হলো ভারতের প্রথম বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা। 
 
৫) সম্প্রতি কোন কোন জিনিস GI ট্যাগ পেলো?
Ans- মনিপুরের ‘কালো চাল’, গোরক্ষপুরের ‘টেরাকোটা’ এবং কাশ্মীরি স্যাফ্রন। পশ্চিমবঙ্গের  GI ট্যাগ প্রাপ্ত জিনিস হলো- দার্জিলিং চা, কলকাতার রসগোল্লা। 
 
৬) সম্প্রতি কে Economic Affairs- এর সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন?
Ans- তরুণ বাজাজ। 
 
৭) সম্প্রতি কে কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব হিসাবে নিযুক্ত হলেন?
Ans- Ajay Tirkey.
 
৮) লকডাউনে সম্প্রতি কোন দেশের রেলমন্ত্রক পরিযায়ী শ্রমিকদের জন্য ‘Shramik Special’ ট্রেন চালু করলো?
Ans- ভারত। 
 
৯) ২০২০ সাল সত্যজিৎ রায়ের কততম জন্ম বার্ষিকী?
Ans- ১০০ তম। সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালি (১৯৫৫), তিনি ১৯৯২ সালে অস্কার পেয়েছিলেন। 
 
১০) ভারতের কোন রাজ্যে প্রথম ট্রেনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা হলো?
Ans- ঝাড়খন্ড। 
 
১১) সম্প্রতি ভারতের কোন রাজ্যের এক ডাক্তার জাপান দ্বারা ‘Order of Rising Sun’ সম্মানে ভূষিত হলেন?
Ans- মনিপুরের Thangjam Dhabali Sing.

২) সম্প্রতি কে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন?

Ans- Giridhar Aramane.

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career