কারেন্ট অ্যাফেয়ার্স ৪ মে, ২০২০ Daily Current Affairs 4 May 2020

১) "World Press Freedom Day"- কবে পালিত হয়? Ans- ৩ মে। এবছরের থিম- "Journalism without Fear or Favour". ২) সম্প্রতি কে Yes Bank- এর চিফ রিস্ক অফিসার (CRO) হিসেবে তিন…

Published By: ExamBangla.com | Published On:
১) “World Press Freedom Day”- কবে পালিত হয়?
Ans- ৩ মে। এবছরের থিম- “Journalism without Fear or Favour”.
২) সম্প্রতি কে Yes Bank- এর চিফ রিস্ক অফিসার (CRO) হিসেবে তিন বছরের জন্য নিযুক্ত হলেন?
Ans- Neeraj Dhawan.
৩) International Budget Partnership (IBP)- এর সমীক্ষা অনুযায়ী বাজেটের স্বচ্ছতার নিরিখে ভারতবর্ষ কততম স্থানে রয়েছে?
Ans- ৫৩ তম। প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
৪) সম্প্রতি India Metrological Department নতুন কটি ঘূর্ণিঝড়ের নাম World Meteorological Department- কে পাঠালো?
Ans- ১৬৯ টি। থাইল্যান্ডের দেওয়া আম্ফান ঘূর্ণিঝড়ের পর আর কোন নাম না থাকায়, মোট ১৩ টি দেশ প্রত্যেকে ১৩ টি করে মোট ১৬৯ টি ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে। দেশ গুলি হল- বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইউনাইটেড আরব এমিরেটস ও ইমেন।
৫) “International Astronomy Day” কবে পালিত হয়?
Ans- ২ মে। এই দিনটি বছরের দুবার পালিত হয়। এবছরের ২৬ সেপ্টেম্বর ২০২০ দ্বিতীয়বার এই দিনটি পালিত হবে।
৬) ২০২১ কমনওয়েলথ ইয়ুথ গেমস স্থগিত হয়ে কোন বছর হওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো?
Ans- ২০২৩।
৭) সম্প্রতি কে National Power Corporation (NTPC)- এর ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?
Ans- রমেশ বাবু।
৮) সম্প্রতি কোন রাজ্যে “Agro- Entrepreneur Facilitation Desk” লঞ্চ করা হলো?
Ans- ত্রিপুরা।
৯) মহারাষ্ট্রের ইতিহাস নিয়ে রচিত “Shivaji in South Block: The Unwritten History of a Proud People”- বইটি কে লিখেছেন?
Ans- গীরিশ কুবের।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career