কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জুলাই ২০২০, Bangla Current Affairs 5 July 2020

১) সদ্য প্রকাশিত "The Future of Higher Education" বইটি কে লিখেছেন? উঃ CA V Pattavi. This book is based on a survey of around 5,000 educator's across India who were…

Published By: ExamBangla.com | Published On:

১) সদ্য প্রকাশিত “The Future of Higher Education” বইটি কে লিখেছেন?

উঃ CA V Pattavi. This book is based on a survey of around 5,000 educator’s across India who were part of ICT academy skycampus digital knowledge series.

২) সদ্যপ্রয়াত সরোজ খান কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?

উঃ Choreographer.

৩) সম্প্রতি কে রাষ্ট্রসঙ্ঘে পলিসি অফিসার হিসেবে নিযুক্ত হলেন?

উঃ বৈশালী মহান্তি।

৪) US Science Journal- এ প্রকাশিত তথ্য অনুযায়ী চীনে কোন প্রাণীর দেহে নতুন G4 ভাইরাস পাওয়া গেল?

উঃ শূকরের দেহে (pigs)

৫) সম্প্রতি ভারতবর্ষের প্রথম কোন রাজ্যে প্লাজমা ব্যাংক স্থাপন করা হয়েছে?

উঃ আসাম।

৬) সম্প্রতি দিল্লির কোন হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড- এর নাম গালওয়ান উপত্যকায় শহীদ জওয়ানদের নামে রাখা হল?

উঃ সর্দার বল্লভভাই প্যাটেল Covid- 19 Hospital- এ।

৭) All India Radio (AIR) প্রথমবার নিউজ ম্যাগাজিন অনুষ্ঠান শুরু করলো, অনুষ্ঠানটির নাম কি?

উঃ সংস্কৃত সাপ্তাহিকী। অনুষ্ঠানটি সংস্কৃত ভাষায় প্রচারিত হবে। প্রতি শনিবার, সকাল 7 টা 10 মিনিটে অল ইন্ডিয়া রেডিও এফএম নিউজ চ্যানেলে।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career