কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুন, ২০২০ Daily Current Affairs 8 June 2020

১) কবে "World Ocean Day" পালিত হয়? উঃ ৮ জুন। এবছরের থিম- "Innovation for Sustainable Ocean".   ২) "World Brain Tumor Day"- কবে পালিত হয়? উঃ ৮ জুন।   ৩)…

Published By: ExamBangla.com | Published On:



১) কবে “World Ocean Day” পালিত হয়?

উঃ ৮ জুন। এবছরের থিম- “Innovation for Sustainable Ocean”.

 

২) “World Brain Tumor Day”- কবে পালিত হয়?

উঃ ৮ জুন।

 

৩) বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয়?

উঃ ৭ জুন। এবছরের থিম- “Food Safety, Everyone’s Business”.

 

৪) সম্প্রতি কোন রাজ্যে “Meghasandesha”- নামক মোবাইল অ্যাপলিকেশন চালু করা হয়েছে?

উঃ কর্ণাটক।

 

৫) বর্তমানে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যার নিরিখে বিশ্বে ভারতের স্থান কত?

উঃ পঞ্চম।

 

৬) National Tiger Conservation Authority (NTCA)- এর প্রকাশিত তথ্য অনুযায়ী ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে কত সংখ্যক বাঘের মৃত্যু হয়েছে?

উঃ ৭৫০ টি‌। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে।

 

৭) সম্প্রতি কে Adidas India- র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?

উঃ 2017 মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লার‌।

 

৮) সম্প্রতি কে রোমানিয়ায় ভারতীয় দূত হিসেবে নিযুক্ত হলেন?

উঃ রাহুল শ্রীবাস্তব।

 

৯) সম্প্রতি কোন রাজ্যে “Food Forest”- নামক প্রকল্প চালু করা হলো?

উঃ কেরালা।

 

১০) কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রক “One Year of Modi 2.0”- নামক ইবুকলেট প্রকাশ করলো?

উঃ কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।



ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career