কারেন্ট অ্যাফেয়ার্স ৯ মে, ২০২০ Daily Current Affairs 9 May 2020

১) সম্প্রতি বিশাখাপত্তনমের ভাইজাগে যে গ্যাস লিকেজ হয়ে বিপত্তি হয়েছে, ওই গ্যাসের নাম কি? Ans- স্টাইরিন। ২) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? Ans- ৮ মে। এবছরের থিম- "The dawning…

Published By: ExamBangla.com | Published On:

১) সম্প্রতি বিশাখাপত্তনমের ভাইজাগে যে গ্যাস লিকেজ হয়ে বিপত্তি হয়েছে, ওই গ্যাসের নাম কি?

Ans- স্টাইরিন।

২) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়?

Ans- ৮ মে। এবছরের থিম- “The dawning of a new era for thalassaemia: Time for a global effort to make novel therapies accessible and affordable to patients”.

৩) ইরাকের নবনিযুক্ত প্রধান মন্ত্রীর নাম কি?

Ans- Mustafa Al Kadhimi.

৪) World Red Cross Day- কবে পালিত হয়?

Ans- ৮ মে।

৫) World Athletics Day কবে পালিত হয়? 

Ans- ৭ মে। এবছরের থিম- Athletics for a Better World.

৬) সম্প্রতি কোন রাজ্যে সরকারি কর্মীদের অবসরের বয়সসীমা ৫৮ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হলো?

Ans- তামিলনাড়ু।

৭) সম্প্রতি কোন রাজ্যে “মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা”- চালু করা হলো? 

Ans- ত্রিপুরা।

৮) প্রবীণ নাগরিকদের ২৪ ঘন্টা সাহায্য করার জন্য সম্প্রতি কোন রাজ্যে “সংকল্প প্রকল্প” লঞ্চ করা হলো?

Ans- মধ্যপ্রদেশ।

৯) বিদেশে আটকে পড়া ব্যক্তিদের দেশে ফেরাতে সম্প্রতি কোন দেশ “বন্দে ভারত মিশন” লঞ্চ করলো?

Ans- ভারত।

১০) সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক করোনা মোকাবিলা করতে বাংলাদেশকে কত টাকা লোন দিলো?

Ans- ৫০০ মিলিয়ন ডলার।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career