জুলাই মাসের সব চাকরির খবর, একনজরে দেখে নিন

👉রাজ্যে ক্লার্ক ও শিক্ষক পদে আবেদন চলছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা- ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাশ ও শিক্ষক পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ।…

Published By: ExamBangla.com | Published On:

👉রাজ্যে ক্লার্ক ও শিক্ষক পদে আবেদন চলছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা- ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাশ ও শিক্ষক পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ।

বয়স- সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Member-Secretary, Shri Shri Ramkrishna Satyananda Drishtideep Shikshaniketan, Kalidanga, P.O.- Kharbona, P.S.- Rampurhat, Dist.- Birbhum, Pin- 731233.

আবেদনের শেষ তারিখ- 28 অগাস্ট 2020.

👉রাজ্যে ৯৭৬ শূন্যপদে গ্রূপ-ডি নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা- নামসই থেকে অষ্টম শ্রেণী পাশ। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে।

আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের শেষ তারিখ- 31 জুলাই 2020.

👉কয়েকটি গুরুত্ত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট ডেট-

Food SI Result- August 2020.

WBCS 2019 Main- September, 2020.

Clerkship Result Published- 24 July, 2020.

ICDS Supervisor Preli. Result- August 2020.

WBCS 2020 Preli. Result- August- September 2020.

👉কয়েকটি গুরুত্ত্বপূর্ণ পরীক্ষার তারিখ-

ICDS Supervisor Main- 10 & 11 October, 2020.

ICDS Supervisor ( on Promotion)- 12 & 13 September, 2020.

Clerkship Part II- 27 September, 2020.

WBCS 2020 Main- 19 to 26 December 2020.

WBCS 2021 Preliminary- 7 February, 2020.

👉বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক সহ 43 টি গ্রামীণ ব্যাংকে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদ- 9640 টি।

শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ।

বয়স- 21 থেকে 40 বছরের মধ্যে।

আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের শেষ তারিখ- 21 জুলাই 2020.

👉রাজ্যে 700 শূন্যপদে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ।

বয়স- ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। একটি বৈধ মোবাইল নাম্বার ও মেইল আইডি থাকতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আবেদন করা যাবে। তবে যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। সরাসরি আবেদন করা যাবে।

এই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলে বিস্তারিত আপডেট জানিয়ে দেওয়া হবে।

👉রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। West Bengal Judicial Service Examination, 2020.

ADVERTISEMENT No.- 12 /2020. শিক্ষাগত যোগ্যতা সহ আরো বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন। 

আবেদনের শেষ তারিখ- ২ অগাস্ট, ২০২০। 

👉কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে (CRPF, BSF, ITBP, CISF, SSB) 1564 শূন্যপদে সাব-ইন্সপেক্টর নিয়োগ। নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ। (01-01-2021 তারিখের মধ্যে)

বয়স- 20 থেকে 25 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের শেষ তারিখ- 16 জুলাই 2020.

👉পশ্চিমবঙ্গ ডাক বিভাগে ইন্টার্নশিপ হিসেবে লোক নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় তিন বছরের গ্রাজুয়েশন পাশ হলে আবেদন করা যাবে। ছাত্র জীবনে অন্তত 15 বছর পড়াশোনা করে থাকলে যোগ্য।

দুমাসের ইন্টার্নশিপ শুরু হবে 1 আগস্ট থেকে। কোর্স শেষে সার্টিফিকেট পাবেন।

প্রতিমাসে 10,000 টাকা দেওয়া হবে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অফলাইনে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Assistant Postmaster General (BD & Philately), O/o The CPMG Yogayog Bhawan, Kolkata- 12.

আবেদনপত্র সরাসরি ইমেইলের মাধ্যমেও পাঠাতে পারবেন- [email protected]

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- 15 জুলাই 2020.

👉পশ্চিমবঙ্গ পূর্ত দপ্তরে 400 শূন্যপদে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল অফিসার নিয়োগ।

শূন্যপদ- সাব- এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- 170 টি, অ্যাসিস্ট্যান্ট ইন্জিনিয়ার- 140 টি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার- 60 টি, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার- 26 টি, চিফ ইঞ্জিনিয়ার- 4 টি।

এখনো এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আগে থেকে জানানো হলো। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই চ্যানেলে বিস্তারিত আপডেট জানিয়ে দেওয়া হবে।

👉রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্সে 393 শূন্যপদে ম্যানেজমেন্ট ট্রেনি, অফিসার ও ইঞ্জিনিয়ার নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে বি.টেক./ বি. ই./ বি.এস. সি. ইঞ্জিনিয়ারিং কোর্স পাশ।

আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের শেষ তারিখ- 15 জুলাই 2020.

👉রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে বিভিন্ন বিষয় ভিত্তিক শিক্ষক। আবেদন করার জন্য বি.এড./ ডি.এল.এড. লাগবেনা।

শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয় বিএ অনার্স বা বিএসসি অনার্স। বি.এড./ ডি.এল.এড. লাগবেনা।

বয়স- 18 থেকে 40 বছরের মধ্যে।

আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের শেষ তারিখ- 10 জুলাই 2020.

👉পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ, জামালপুর ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস হিসেবে 2792 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিষ্ট, এয়ারম্যান, লাইনম্যান, কার্পেন্টার, পেইন্টার, ডিজেল মেকানিক, রেফ্রিজারেশন এন্ড এসি মেকানিক ইত্যাদি ট্রেডে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- অন্তত 50% নম্বরসহ মাধ্যমিক পাশ। সঙ্গে NCVT/ SCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স।

আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের শেষ তারিখ- 9 জুলাই 2020.

👉স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় 411 শূন্যপদে স্পেশালিস্ট অফিসার নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী স্নাতক বা স্নাতকোত্তর পাশ। অথবা রুরাল ইকনোমি/ এগ্রিকালচার এন্ড এলাইড এক্টিভিটিস/ হর্টিকালচার এসব বিষয়ে স্নাতক পাশ।

বয়স- 23 থেকে 35 বছরের মধ্যে।

আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের শেষ তারিখ- 13 জুলাই 2020.

👉রাজ্যে 2577 শূন্যপদে ট্রাফিক পুলিশ নিয়োগ। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় এই ট্রাফিক পুলিশ নিয়োগ করা হবে।

পদের নাম- কনস্টেবল, ড্রাইভার, সাব ইন্সপেক্টর, এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ডিএসপি।

শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক উচ্চমাধ্যমিক গ্রাজুয়েশন পাস অষ্টম শ্রেণী পাস।

এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই চ্যানেলে জানানো হবে।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career