2357 শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ: মাধ্যমিক পাশে আবেদন করুন

গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2021: গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবল মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। কোনোরূপ লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে।…

Published By: ExamBangla.com | Published On:

গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2021: গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবল মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। কোনোরূপ লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে- মেয়ে সবাই আবেদনযোগ্য। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন চলবে আগামী 22 আগস্ট, 2021 তারিখ পর্যন্ত।

গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2021

WB GDS Recruitment 2021
Post NameGramin Dak Sevak
BoardWB Postal Circle
Online Apllication start date20 July, 2021
Last Date22 August, 2021
Vacancy2357
Official Websitewww.appost.in
Result DateUpdate soon

Post Name

  1. Branch Post Master (BPM)
  2. Asistant Branch Post Master (ABPM)
  3. Dak Sevak

WBGDS Vacancy

গ্রামীণ ডাক সেবক পদে মোট শূন্যপদের সংখ্যা ২৩৫৭ টি। যাদের মধ্যে UR- ১০০১ টি, SC- ৪৮৭ টি, ST- ১২০ টি, OBC- ৪৯৬ টি, EWS- ১৯২ টি, PWD A- ৭ টি, PWD B- ২৫ টি, PWD C- ২৩ টি, PWD DE- ৬ টি।

WB GDS Qualification

অন্তত মাধ্যমিক পাশ। সঙ্গে যেকোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অন্তত 60 দিনের কম্পিউটার ট্রেনিং কোর্স। যাদের উচ্চমাধ্যমিকে কম্পিউটার বিষয় ছিল  বা যাদের উচ্চ শিক্ষায় কম্পিউটার বিষয় ছিল, তাদের কোনরূপ কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট লাগবে না।
আবশ্যিক যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে, আপনি যে পোস্ট অফিসে নিয়োগ হবেন, কাজে নিয়োগ হওয়ার এক মাসের মধ্যে ওই এলাকার বাসিন্দার প্রমান পত্র দেখাতে হবে।

WB GDS Salary 2021

ব্রাঞ্চ পোস্টমাস্টার: 12,000/- (4 ঘন্টা কাজের জন্য), 14,500/- (5 ঘন্টা কাজের জন্য)।
অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার/ ডাক সেবক: 10,000/- (4 ঘন্টা কাজের জন্য), 12,000/- (5 ঘন্টা কাজের জন্য)।।

WBGDS Age Limit

বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 20/07/2021 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

WB GDS Applicationi Fee

আবেদন ফি লাগবে 100 টাকা। প্রতি 5 টি পোস্টের জন্য 100 টাকা করে পেমেন্ট করতে হবে। একজন আবেদনকারী সর্বোচ্চ 20 টি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ কোনো আবেদনকারী যদি সর্বোচ্চ 20 টি পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে, তাকে মোট 400 টাকা পেমেন্ট করতে হবে (প্রতি 5 টি পোস্টের জন্য 100 টাকার হিসাবে, 20 টি পোস্টের জন্য 400 টাকা), 5 টি পোস্টের জন্য আবেদন করলে শুধু 100 টাকা জমা দিতে হবে। এসসি, এসটি, মহিলা প্রার্থীদের কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।
আবেদন ফী জামা দেওয়া যাবে Debit Card, Credit Card, Net Banking -এর মাধ্যমে।

WB GDS Application Process

আবেদন করতে পারবেন অনলাইনে। গ্রামীণ ডাক সেবক -এর অফিশিয়াল ওয়েবসাইটে (www.appost.in/gdsonline) গিয়ে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 20 July থেকে 22 August, 2021 তারিখ পর্যন্ত। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে।

Official Notification

Registration- Click Here
Login- Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career