পশ্চিমবঙ্গ ডাক বিভাগে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি জেনে নিন

Share

পশ্চিমবঙ্গ ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে “Skilled Artisan” পদে। উল্লেখ্য, এই নিয়োগের বিজ্ঞপ্তি 2018 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল, কিন্তু যেকোন বিশেষ কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। তাই আবার এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেসব প্রার্থীরা প্রথমবার আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গ ডাক বিভাগের মেল মোটর সার্ভিসেস বিভাগে এই কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম- Skilled Artisan (দক্ষ কারিগর)। পদ গুলি হল- মোটর ভেহিক্যাল মেকানিক (8 টি), মোটর ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান (4 টি), ব্ল্যাকস্মিথ (2 টি), টায়ারম্যান (2 টি), পেইন্টার (1 টি), আপহোলস্টিয়ার (1 টি), কার্পেন্টার এবং জয়েনার (1 টি)।

বয়স- বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জুলাই, 2018 তারিখে হিসেবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন- মূল বেতন 5,200/- থেকে 20,200/- সঙ্গে গ্রেড পে 1,900/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা- সরকার অনুমোদিত যে কোন টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে কোর্স পাশ করতে হবে। অথবা অন্তত অষ্টম শ্রেণী পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে এক বছরের কর্ম অভিজ্ঞতা। মোটর ভেহিক্যাল মেকানিক পদের ক্ষেত্রে আবেদনকারীর একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনকারীর বায়ো ডাটা সঙ্গে সমস্ত নথিপত্রের স্বপ্রত্যয়িত নকলে সেল্ফ অ্যাটেস্টেড করে একটি মুখ বন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

বায়ো ডাটা যেসব বিষয় উল্লেখ করতে হবে-(সম্পূর্ণ ইংরেজিতে লিখতে হবে):

নিজের নাম (বড় হাতের অক্ষরে), বাবার নাম, নাগরিকত্ব, যে পদে আবেদন করছেন তার নাম, স্থায়ী ঠিকানা, যোগাযোগের ঠিকানা, জন্মতারিখ, বয়স (1 জুলাই 2018 তারিখের হিসেবে), জাতি, শিক্ষাগত যোগ্যতা, টেকনিকেল কোর্স/ আইটিআই সার্টিফিকেট, অভিজ্ঞতা, ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য হলে), ইত্যাদি।

বায়ো ডাটা সঙ্গে যেসব নথিপত্রের জেরক্স দিতে হবে-

শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে), ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য হলে), অভিজ্ঞতা (প্রযোজ্য হলে), স্থায়ী বাসিন্দা শংসাপত্র, দু কপি পাসপোর্ট সাইজের ফটো।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata- 700015

বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগামী 30 দিনের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে।

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন-

This post was last modified on December 15, 2020 2:28 pm

সর্ব শেষ প্রকাশিত

৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে স্ক্রুটিনি এবং রিভিউর ফলাফল, নতুন নিয়মে উপকৃত হবে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৮ তারিখ অর্থাৎ ৮ই মে প্রকাশিত হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার…

2 hours ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | কোন কোন ওয়েবসাইটে সবার আগে রেজাল্ট দেখা যাবে?

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: শেষ পর্যন্ত এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ জানিয়ে দিল মধ্য শিক্ষা…

4 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 29 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

7 hours ago

WB HS Result 2024 | উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ জানিয়ে দিল সংসদ

উচ্চ মাধ্যমিক ২০২৪ -এর রেজাল্ট কবে প্রকাশ পাবে সেই নিয়ে জল্পনা চলছিল রাজ্যের শিক্ষা মহলে।…

1 day ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৬

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

2 days ago

তীব্র গরমের মধ্যেই আগামীকাল রাজ্যের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা! শেষ মুহূর্তের আপডেট দেখে নিন

তীব্র গরমের দাবদাহের মধ্য দিয়ে দিন কাটছে পশ্চিমবঙ্গবাসীর। সকাল থেকে গরমের প্রকোপ অসহ্যরকম। ইতিমধ্যেই এবছরের…

2 days ago