পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন

Share

পশ্চিমবঙ্গ পলিউশন কন্ট্রোল বোর্ড বা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশ সহ বিভিন্ন যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। West Bengal Pollution Control Board (WBPCB) Recruitment 2020

বিজ্ঞপ্তি নম্বর- 01/WBPCB/2020

পদের নাম- একাউন্টস ক্লার্ক (3 টি), জুনিয়ার এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট (13 টি), সিনিয়র একাউন্টস ক্লার্ক (5 টি), অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার (5 টি), জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার (12 টি), ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (7 টি), এনভায়রনমেন্টাল এনালিস্ট (3 টি)।

শিক্ষাগত যোগ্যতা-

একাউন্টস ক্লার্ক- যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ বা সমতুল। সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

জুনিয়ার এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট-যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক পাশ বা সমতুল। সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

সিনিয়র একাউন্টস ক্লার্ক- কমার্সে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। কম্পিউটার দক্ষ হতে হবে। সঙ্গে একাউন্টস -এর কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল/ বায়োটেকনোলজি/ কেমিক্যাল/  সিভিল/ মেকানিক্যাল/ এনভায়রনমেন্টাল/ ইন্সট্রুমেন্টেশন/ অটোমোবাইল অথবা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রী পাশ করতে হবে। কম্পিউটারের দক্ষ হতে হবে।

জুনিয়ার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার- ইলেক্ট্রিক্যাল/ বায়োটেকনোলজি/ কেমিক্যাল/  সিভিল/ মেকানিক্যাল/ এনভায়রনমেন্টাল/ ইন্সট্রুমেন্টেশন/ অটোমোবাইল অথবা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ করতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট- বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু’বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

এনভায়রনমেন্টাল এনালিস্ট- পরিবেশ বিজ্ঞান/ জিওলজি/ বায়োলজি/ জুলজি/ বোটানি/ কেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি/ ফিজিক্স/ বায়োকেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজি বিষয়ে ব্যাচেলর ডিগ্রী পাশ করতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জানা থাকতে হবে।

বয়স- বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 নভেম্বর, 2020 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতনক্রম-

একাউন্টস ক্লার্ক- মূল বেতন 22,700/- থেকে 58,500/- টাকা।

জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট-মূল বেতন 22,700/- থেকে 58,500/- টাকা।

সিনিয়র একাউন্টস ক্লার্ক- মূল বেতন 28,900/- থেকে 74,500/- টাকা।

অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার-মূল বেতন 56,100/- থেকে 1,44,300/- টাকা।

জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার- মূল বেতন 35,800/- থেকে 92,100/- টাকা।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট- মূল বেতন 22,700/- থেকে 58,500/- টাকা।

এনভায়রনমেন্টাল এনালিস্ট- মূল বেতন 32,100/- থেকে 82,900/- টাকা।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। www.wbpcb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আগামী 10 ডিসেম্বর, 2020 তারিখ থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী 31 ডিসেম্বর, 2020 তারিখ পর্যন্ত।

Official Website- Click  here

This post was last modified on December 14, 2020 10:59 pm

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৮

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

4 hours ago

SSC Recruitment Scam: কলকাতা হাইকোর্টের রায়ে আপাতত ‘স্থগিতাদেশ’ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ…

4 hours ago

উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে বিরাট আপডেট দিল শিক্ষা সংসদ! পরীক্ষার্থীরা এক্ষুনি দেখে নিন

চলতি বছরে যেসব ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে আগামীকাল তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে…

5 hours ago

এপ্রিল ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স PDF | April 2024 Current Affairs PDF

এপ্রিল ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স PDF: রাজ্যের সরকারি, বেসরকারি, ব্যাঙ্কিং সহ অন্যান্য সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এপ্রিল…

9 hours ago

আগামীকাল উচ্চ মাধ্যমিক রেজাল্ট | এই ওয়েবসাইটে সবার প্রথম উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ দেখুন

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে আগামীকাল প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪। আগামীকাল দুপুর…

12 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 07 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

12 hours ago