প্রকাশিত হলো ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার রেজাল্ট

Published By: ExamBangla.com | Published On:
Share:

বহু প্রতিক্ষার পর প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাবইন্সপেক্টর পরীক্ষার ফলাফল West Bengal Public Service Commission Food SI Result Published. এই ফলাফল এপ্রিল মাসে প্রকাশিত হওয়ার কথা থাকলেও লকডাউন এর জন্য আজ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পরীক্ষার্থীদের। 

লকডাউন এর প্রথম কয়েকদিন বাদে তারপর থেকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে গুরুত্বপূর্ণ আধিকারিক দিয়ে অফিস খোলা ছিল তাই সমস্ত স্থগিত পরীক্ষার ফল গুলো নিয়ে পাবলিক সার্ভিস কমিশন রীতিমতো কাজ করেছে এইমাত্র তার ফল পেল ফুড সাবইন্সপেক্টর এর পরীক্ষার্থীরা

যেসব পরীক্ষার্থী ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের অসংখ্য অভিনন্দন যারা উত্তীর্ণ হতে পারেননি নিরাশ হওয়ার কারণ নেই, নতুন করে প্রস্তুতি শুরু করুন যারা এখনো রেজাল্ট চেক করেননি নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার নাম আছে কিনা এক্ষুনি চেক করুন

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সাবইন্সপেক্টর পরীক্ষার অফিশিয়াল কাট অফ নিচে দেওয়া হল

WBPSC Food Sub-Inspector Official Cut Off:

 Category  Out of 100
 UR  79.6671
 OBC- A 74.6673
 OBC- B  75.3339
 SC  76.0006
 ST  59.3339
 MSP

আরও পড়ুন

WB HS 3rd Semester Result: প্রকাশিত হচ্ছে তৃতীয় সেমিস্টারের ফলাফল, সবার আগে কোথায় দেখা যাবে? Primary TET Result: প্রকাশিত হল প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল! বিস্তারিত দেখে নিন এখনই WBJEE Result 2025: আইনি জটিলতা কাটিয়ে প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, দেখে নিন মেধা তালিকা WBJEE Result 2025: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে বাধা! OBC সার্টিফিকেট সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ WBJEE Result 2025: আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, সবার আগে কোথায় দেখা যাবে?