বন দপ্তরে ফরেস্ট গার্ড নিয়োগ চলছে, এক্ষুনি আবেদন করুন

Share

বন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হবে। যেকোন ভারতীয় নাগরিক, অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করা যাবে। নিয়োগ করা হবে “রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট”। এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি।

পদের নাম- ফরেস্ট গার্ড (FG), স্টোর কিপার (SK), ড্রাইভার (DROG), টেকনিশিয়ান [Tech (M) Elec], টেকনিশিয়ান [Tech (M) Plum].

শিক্ষাগত যোগ্যতা-

ফরেস্ট গার্ড- বিজ্ঞান বিভাগের উচ্চমাধ্যমিক পাশ।

স্টোর কিপার- যেকোন বিভাগে উচ্চমাধ্যমিক পাশ।

ড্রাইভার- মাধ্যমিক পাশ। সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কমপক্ষে তিন বছরের ড্রাইভিংয়ে অভিজ্ঞতা প্রয়োজন।

টেকনিশিয়ান (ইলেকট্রিশিয়ান)- মাধ্যমিক পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট।

টেকনিশিয়ান (পাম্বলার)- মাধ্যমিক পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট।

বয়স- প্রতিটি পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন-

ফরেস্ট গার্ড- ১৯,৯০০-৬৩,২০০/-

স্টোর কিপার- ২১,৭০০-৬৯,১০০/-

ড্রাইভার- ১৯,৯০০-৬৩,২০০/-

টেকনিশিয়ান- ১৯,৯০০-৬৩,২০০/-

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্র যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা-

Rain Forest Research Institute, P. Box. No. 126, Jorhat- 785001, Asam.

আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস দিতে হবে তা হল-

বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হলে কাস্ট সার্টিফিকেট, আবেদন ফি জমা দেওয়ার চালান। এইসব নথিপত্রগুলো সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।

আবেদন ফি- ৩০০ টাকা। টাকা জমা দিতে হবে এই একাউন্টে- a/c number- 39310210003153, IFSC Code- UBIN0539317, union Bank of India, Jorhat Branch, in favour of Director, Rain Forest Research Institute, Jorhat.

আবেদনপত্র যে খামের ভিতর ভরে পাঠাবেন খামের উপর লিখতে হবে- “Application for the Post of……………… (Post Code).”

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- ৩০/১০/২০২০

আবেদন পত্র ডাউনলোড করুন-

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন-

অফিশিয়াল ওয়েবসাইট- Click here

This post was last modified on December 16, 2020 12:33 am

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

5 hours ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

6 hours ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

10 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

13 hours ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

1 day ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

2 days ago