বর্তমানে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে, একনজরে দেখে নিন

রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। পদের নাম- উদ্যান পালন প্রযুক্তি সহায়ক। শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ অথবা এগ্রিকালচারে ভোকেশনাল কোর্স পাশ করতে হবে।…

Published By: ExamBangla.com | Published On:
রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।
পদের নাম- উদ্যান পালন প্রযুক্তি সহায়ক।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ অথবা এগ্রিকালচারে ভোকেশনাল কোর্স পাশ করতে হবে।
বয়স- 18 থেকে 40।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 15 জানুয়ারি 2020.
রিজার্ভ ব্যাংকে 926 অ্যাসিস্ট্যান্ট নিয়োগ। নিয়োগ করা হবে দেশের বিভিন্ন শহরে রিজার্ভ ব্যাংকের অফিস গুলিতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষার সেন্টার রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ, গ্রাজুয়েশনে অন্তত 50 শতাংশ নম্বর থাকতে হবে। তপশিলি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে পাশ নম্বর থাকলেই হবে।
বয়সসীমা- 1 ডিসেম্বর 2019 তারিখের হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 16 জানুয়ারি 2020.
কলকাতা পুলিশে 2298 শূন্যপদে নিয়োগ।
পদের নাম- কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, লেডি সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট ও পুলিশ ড্রাইভার।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক অথবা গ্রেজুয়েশন পাশ।
এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে।
মিউনিসিপাল সার্ভিস কমিশনের  মাধ্যমে মেদিনীপুর খড়্গপুর ডেভলপমেন্ট অথরিটিতে Asistant Engineer (Civil), Sub- Asistant Engineer (Civil) পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- Asistant Engineer (Civil)- সিভিল ইঞ্জিনিয়ারিং- এ ব্যাচেলার ডিগ্রী পাশ। Sub- Asistant Engineer (Civil)- সিভিল ইঞ্জিনিয়ারিং- এ ডিপ্লোমা। 
বয়স- 1 জানুয়ারী 2019 তারিখের হিসাবে 18 থেকে 36 বছরের মধ্যে।
আবেদন করতে হবে অনলাইনে। 
আবেদনের শেষ তারিখ- 31 জানুয়ারী 2020
 
দিল্লি পুলিশে 585 হেড কনস্টেবল নিয়োগ। যার মধ্যে পুরুষ- 392, মহিলা-193। 
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান ও অংক নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ বা মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। সঙ্গে ইংরেজিতে 15 মিনিটে 1000 কী ডিপ্রেশনে দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- 01-07-2019 তারিখে 18 থেকে 27 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 27 জানুয়ারি 2020.
দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রূপ-ডি পিওন পদে নিয়োগ। যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশ।
বয়সসীমা- 18 থেকে 40
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 14 ই জানুয়ারি 2020
পশ্চিমবঙ্গ পুলিশে 8000 কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
আগামী জানুয়ারি মাসেই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
 
রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের মিড ডে মিল প্রকল্প কর্মী নিয়োগ। নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন।
শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার অ্যাপ্লিকেশন বা বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে গ্রাজুয়েশন পাশ।
বয়স- সর্বোচ্চ 39 বছরের মধ্যে।
আবেদনের শেষ তারিখ- 15 জানুয়ারি 2020.
 
রাজ্যের স্বাস্থ্য বিভাগে 910 শূন্যপদে অফিসার নিয়োগ। নিয়োগ করা হবে মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট সহ বিভিন্ন পদে।
আবেদন করতে পারবেন অনলাইনে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম সহ বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ- 29 জানুয়ারি 2020.
দেশের পার্লামেন্টে রিপোর্টার পদে কর্মী নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ সঙ্গে ইংরেজি বা হিন্দিতে প্রতি মিনিটে 160 শব্দের গতিতে শর্টহ্যান্ডে টাইপিং। কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
বেতনক্রম- Pay Level 10 Rs. 56,100/- to 1,77,500/-
বয়স- 28-01-2020 তারিখের হিসাবে সর্বোচ্চ 40 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন করতে হবে অফলাইনে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- THE RECRUITMENT BRANCH, LOKSABHA SECRETARIAT, ROOM NO. 521, PARLIAMENT HOUSE ANNEX, NEW DELHI- 110001
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 28 জানুয়ারি 2020.
জহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ (JIPMER)- এ 150 জন নার্সিং অফিসার নিয়োগ। এটি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের একটি সংস্থা।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি সমতল বিষয়ে ডিগ্রী বা ডিপ্লোমা কোর্স পাশ। সঙ্গে ইন্ডিয়ান বাস্টার্ড নার্সিং কাউন্সিল নার্স এন্ড মিডওয়াইফ প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়স- সর্বোচ্চ 35 বছরের মধ্যে।
আবেদনের শেষ তারিখ- 27 জানুয়ারি।
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে নদীয়া জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ।
পদের নাম- ল্যাব টেকনিশিয়ান, কাউন্সেলর, প্রোগ্রাম অফিসার, কুক, নার্স সহ বিভিন্ন পদে।
শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন সহ বিস্তারিত জানতে পারবেন নদীয়া জেলার অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদনের শেষ তারিখ- 16 জানুয়ারি 2020.

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career