বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ, ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ৬০০০ হাজার টাকা স্টাইপেন্ড

Share

কেন্দ্রীয় সরকারের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (রেল নির্মাণ কেন্দ্র)- তে 1000 শূন্যপদে অ্যাপ্রেন্টিস ট্রেনিং- এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যাদের আইটিআই কোর্স আছে, বা যাদের আইটিআই কোর্স করা নেই সবাই আবেদনযোগ্য।

মোট শূন্যপদ- 1000.

যাদের আইটিআই কোর্স সার্টিফিকেট নেই, তাদের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা-

কার্পেন্টার- 40, ইলেকট্রিশিয়ান- 80, ফিটার- 120, মেশিনিস্ট- 40, পেইন্টার- 40, ওয়েল্ডার- 160, MLT রেডিওলজি- 4, MLT প্যাথলজি- 4

এক্ষেত্রে মোট শূন্যপদ 488।

যাদের আইটিআই কোর্স সার্টিফিকেট আছে, তাদের ক্ষেত্রে শূন্যপদের বিন্যাস-

কার্পেন্টার- 40, ইলেকট্রিশিয়ান- 120, ফিটার- 140, মেশিনিস্ট- 40, পেইন্টার- 40, ওয়েল্ডার- 130, PASAA- 2

এক্ষেত্রে মোট শূন্যপদ 512.

বয়সসীমা- বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 অক্টোবর, 2020 তারিখে হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা-

যাদের আইটিআই কোর্স সার্টিফিকেট নেই তাদের জন্য-

ফিটার, ইলেকট্রিশিয়ান এবং মেশিনিস্ট:অন্তত 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ, সঙ্গে বিজ্ঞান বিভাগে গণিত বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ‌। এক্ষেত্রে প্রশিক্ষণের সময়সীমা 2 বছর।

কার্পেন্টার এবং পেইন্টার: অন্তত 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ, সঙ্গে যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। এক্ষেত্রে প্রশিক্ষণের সময়সীমা 2 বছর।

ওয়েল্ডার: অন্তত 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ, সঙ্গে যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। এক্ষেত্রে প্রশিক্ষণের সময়সীমা 1 বছর 3 মাস।

MLT (রেডিওলজি এবং প্যাথলজি): পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা এবং জীব বিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ। এক্ষেত্রে প্রশিক্ষণের সময়সীমা 1 বছর 3 মাস।

যাদের আইটিআই কোর্স সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা-

উপরোক্ত সমস্ত যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ অন্তত 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ, সঙ্গে বিভিন্ন ট্রেড অনুযায়ী বিভিন্ন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে SCVT/ NCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আইটিআই কোর্স পাশ করতে হবে। প্রতিক্ষেত্রে প্রশিক্ষণের সময়সীমা 1 বছর।

প্রতিমাসে স্টাইপেন্ড-

যাদের আইটিআই নেই, মাধ্যমিক স্তরে আবেদন করছেন, তাদের প্রতি মাসে 6000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

যাদের আইটিআই কোর্স নেই, কিন্তু উচ্চমাধ্যমিক স্তরে আবেদন করছেন, তাদের প্রতি মাসে 7000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

যাদের আইটিআই কোর্স আছে, তাদের যেকোনো ক্ষেত্রেই প্রতি মাসে 7000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন শুরু হয়েছে 4 সেপ্টেম্বর, 2020 তারিখ থেকে। আবেদন করা যাবে 25 সেপ্টেম্বর, 2020 তারিখ বিকেল 5 টা 30 মিনিট পর্যন্ত।

আবেদন ফি- জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা পেমেন্ট করতে হবে। এসসি এসটি ওবিসি প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না।

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন-

অনলাইনে আবেদন করুন-

This post was last modified on December 16, 2020 12:00 am

সর্ব শেষ প্রকাশিত

মে মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের…

1 day ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

2 days ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

2 days ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

2 days ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

2 days ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

3 days ago