ভারতীয় কোস্ট গার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, আবেদন চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত

Share

ভারতীয় কোস্টগার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ডোমেস্টিক ব্রাঞ্চ -এর অধীনে। Domestic Branch 10th Entry 01/2021 Batch. যেকোন ভারতীয় এই পদে আবেদন করতে পারবেন। তবে কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই পদে আবেদন করার জন্য কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না। Indian Coast Guard Recruitment 2021

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 13/11/2020

পদের নাম- নাবিক (কুক এবং স্টুয়ার্ড)।

কি কাজ করতে হবে?

কুক- আমিষ ও নিরামিষ রান্না করতে হবে। এবং রান্নার প্রয়োজনীয় সামগ্রীর হিসাবপত্র রাখতে হবে।

স্টুয়ার্ড- ওয়েটার হিসেবে অফিসারদের খাদ্য পরিবেশন করতে হবে। টাকার হিসাব পত্র, মেস দেখাশোনা করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত 50 শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ। SC/ ST এবং জাতীয় স্তরের খেলাধুলায়‌ প্রথম/ দ্বিতীয়/ তৃতীয় স্থানাধিকারীদের মাধ্যমিকে অন্তত 45 শতাংশ নম্বর থাকলেও আবেদন করা যাবে।

বয়স- বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 এপ্রিল, 2021 তারিখের হিসেবে। এসসি/‌ এসটি শ্রেণীর প্রার্থীরা বয়স সীমায় পাঁচ বছরের ছাড় পাবেন, ওবিসি শ্রেণীর প্রার্থীরা বয়স সীমায় তিন বছরের ছাড় পাবেন।

মোট শূন্যপদ- 50 টি (UR- 20, EWS- 5, OBC- 14, ST- 3, SC- 8)।

বেতন- Pay Level- 3 অনুযায়ী পে স্কেল 21,700/- টাকা।

পদোন্নতি- কুক এবং স্টুয়ার্ড পদ থেকে সর্বোচ্চ ‘প্রধান অধিকারী’ পদ পর্যন্ত প্রমোশন হতে পারে। যার পে স্কেল 47,600/- টাকা।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। www.joinindiancoastguard.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। উল্লিখিত এই ওয়েবসাইটে ‘opportunities’ বাটনে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে। আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে। উল্লেখ্য, প্রতিবন্ধী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন না। অনলাইনে আবেদন করতে পারবেন 30 নভেম্বর, 2020 তারিখ থেকে। এবং 30 নভেম্বর, 2020 তারিখ থেকে 7 ডিসেম্বর, 2020 বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন ফি- শূন্য।

শারীরিক সক্ষমতা-

১) উচ্চতা হতে হবে কমপক্ষে 157 সেমি। পাহাড়ি এলাকার বাসিন্দাদের উচ্চতায় ছাড় দেওয়া হবে (সরকারি নিয়ম অনুযায়ী)।

২) ছাতি হতে হবে সুগঠিত। ছাতির নির্দিষ্ট মাপের থেকে অন্তত 5 সেমি প্রসারণের ক্ষমতা প্রয়োজন।

৩) উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে। 10 শতাংশ কম বেশি হলেও গ্রহণযোগ্য।

৪) Hearing Capacity- Normal

৫) চোখের দৃষ্টি হতে হবে 6/36 (Better Eye) and 6/36 (Worse Eye).

*গায়ের কোন অংশে ট্যাটু থাকলে গ্রহণযোগ্য হবে না।

Physical Fitness Test (PFT)-

১) 7 মিনিটের মধ্যে 1.6 km দৌড়াতে হবে।

২) 20 Squat ups

৩) 10 Push up

This post was last modified on December 15, 2020 10:23 am

সর্ব শেষ প্রকাশিত

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

19 hours ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | অনলাইনে চেক করুন মাধ্যমিক রেজাল্ট 2024

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিক রেজাল্ট ২০২৪। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক রেজাল্ট…

21 hours ago

Madhyamik Result 2024 LIVE | প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট ২০২৪, নিজের রেজাল্ট দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ প্রতীক্ষার পর আজ ২রা মে, ২০২৪ তারিখে প্রকাশিত হল এবারের মাধ্যমিক…

22 hours ago

কয়েক ঘন্টা পরেই প্রকাশিত হবে মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | নিজের মোবাইলে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট ২০২৪। সকাল…

24 hours ago

রাত পোহালেই মাধ্যমিক রেজাল্ট! রেজাল্ট দেখতে কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট 2024: দীর্ঘ অপেক্ষার পর আগামীকাল সকাল ৯ টায় প্রকাশিত হতে চলেছে এবারের মাধ্যমিক…

1 day ago

মাধ্যমিকের ফলাফল নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট! পরীক্ষার্থীরা এক্ষুনি জেনে নিন

বিরাট বড় আপডেট উঠে এল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামীকাল প্রকাশিত হতে…

2 days ago