মার্চ মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স (March month Current Affairs Bangla pdf download)

সম্পূর্ণ মার্চ মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স- এর পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আগত সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সর্বাধিক। বিনামূল্যে এই কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড করতে পারবেন।…

Published By: ExamBangla.com | Published On:
সম্পূর্ণ মার্চ মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স- এর পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আগত সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সর্বাধিক। বিনামূল্যে এই কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড করতে পারবেন। ছাত্র-ছাত্রীদের সহজে মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ দিবস, গুরুত্বপূর্ণ নিয়োগ এবং সবশেষে বিবিধ আপডেট আলাদা আলাদা ভাবে সাজানো হয়েছে। নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে। প্রতি মাসেই এই ওয়েবসাইটের মাধ্যমে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে পারবেন।
মার্চ মাসের গুরুত্ত্বপূর্ণ দিবস-
  • বিশ্ব নারী দিবস- ৮ মার্চ। এবছরের থিম- “I am Generation Equality”.
  • পাই (π) দিবস পালিত হয় ১৪ মার্চ।
  • পালিত হলো “বিশ্ব জল দিবস ২০২০”- ২২ মার্চ। এবছরের থিম ছিল “Water and Climate Change”.
  • “বিশ্ব যক্ষা দিবস” পালিত হলো- ২৪ মার্চ। এবারের থিম ছিল- “It’s time”. 
মার্চ মাসের গুরুত্ত্বপূর্ণ নিয়োগ-
  • পুমা (PUMA) কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন করিনা কাপুর।
  • ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হলেন- Denys Shmygal.
  • স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রী- Janez Jansa.
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (CFO) হিসেবে নিযুক্ত হলেন Chalasani Nageswar.
  • IDFC FIRST ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অমিতাভ বচ্চন।
বিবিধ আপডেট- 
    • মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এয়ারপোর্টের নতুন নাম হতে চলেছে ছাত্রপতি সম্ভাজি মহারাজ এয়ারপোর্ট। এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।
    • এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানচ্যুত হলেন মুকেশ আম্বানি। প্রথম স্থানে রয়েছেন জ্যাক মা। বর্তমানে এশিয়ার মধ্যে ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। 
    • ICC Women’s T20 World cup জয়ী হলো অস্ট্রেলিয়া। ভারতকে 85 রানে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নিল অস্ট্রেলিয়ার মহিলা দল।

  • এবারের আই লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। 
  • দেশের প্রথম রাজ্য ওড়িশায় SHG দলগুলির জন্য ‘মিশন শক্তি’ নামে একটি আলাদা দপ্তর খোলা হবে।
File Name- March 2020 Current Affairs pdf
File Size- 504 KB 
Location- Google Drive
Download করার জন্য নিচের বাটনে ক্লিক করুন- 

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career