মার্চ মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে, একনজরে দেখে নিন

Share
রাজ্যে 976 শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ।পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী অষ্টম শ্রেণী পাশ। নাম সই করতে জানলেও আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ- 15 এপ্রিল 2020।
কলকাতা পুরসভায় সার্জেন্ট পদে কর্মী নিয়োগ। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন। পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাস।
উচ্চতা- অন্তত 5 ফুট 7 ইঞ্চি। এবং বুকের ছাতি অন্তত 34 ইঞ্চি হতে হবে।
বয়স- 18 থেকে 37 বছরের মধ্যে।
আবেদনের শেষ তারিখ- 9 এপ্রিল।
অফিশিয়াল ওয়েবসাইট- www.mscwb.org
পশ্চিমবঙ্গ পুলিশে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদে চুক্তিভিত্তিক নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করা যাবে। নিয়োগ করা হবে রাজ্যের পশ্চিমাঞ্চল [Western Zone] (৮) এবং দক্ষিণাঞ্চল [South Bengal Zone] (৮) সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে।
আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত রকমের স্ক্যান করে নির্দিষ্ট মেইল আইডিতে মেইল করতে হবে।
আবেদনের শেষ তারিখ- 31 মার্চ।
পশ্চিমাঞ্চল সাইবারক্রাইম দপ্তরে আবেদনপত্র পাঠানোর মেইল আইডি- igpwest@gmail.com
দক্ষিণাঞ্চল সাইবার ক্রাইম দপ্তরে আবেদনপত্র পাঠানোর মেইল আইডি- igsbwbpccc@gmail.com
রাজ্যে 15 হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ। রাজ্য সরকার সূত্রে খবর পুজোর আগেই এই নিয়োগ সম্পূর্ণ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে দু বছরের ডিএলএড পাশ।
এই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার প্রথমেই জানিয়ে দেওয়া হবে।

দক্ষিণ ২৪ পরগনা জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী (১৭) ও সহায়িকা ( ৪৩) নিয়োগ। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলা প্রার্থীরা আবেদনযোগ্য।
শিক্ষাগত যোগ্যতা- অঙ্গনওয়াড়ি কর্মী: অন্তত মাধ্যমিক পাশ। অঙ্গনওয়াড়ি সহায়িকা: অন্তত অষ্টম শ্রেণী পাশ।
বয়স- 18 থেকে 45।
আবেদন করতে হবে অফলাইনে। আবেদনপত্র পূরণ করে মগরাহাট- 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- 23 মার্চ।
LIC- তে অফিসার এবং ইঞ্জিনিয়ার পদে 218 জন কর্মী নিয়োগ।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, স্ট্রাকচারাল ইত্যাদি) এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রী কোর্স/ কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স শাখায় স্নাতক।
বয়স- 21 থেকে 30 বছরের মধ্যে।
আবেদন করতে পারবেন অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 27 মার্চ।
অফিশিয়াল ওয়েবসাইট- www.licindia.in
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে 9333 শূন্য পদে কর্মী নিয়োগ। এই পদগুলোতে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
পদের নাম- স্টাফ নার্স গ্রেড- 2
আবেদনের শেষ তারিখ- 23 মার্চ।
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে 1355 শূন্যপদে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে উভয় আবেদন যোগ্য।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা গ্রাজুয়েশন পাশ।
বয়স- প্রতিটি পদের ক্ষেত্রে বয়সের নিম্নসীমা ১৮ বছর, এবং বিভিন্ন পদ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ২৫ বা ৩০ বছর।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 20 মার্চ 2020.
মালদা জেলায় 129 আশা কর্মী নিয়োগ। সংশ্লিষ্ট ব্লক এলাকা মহিলা প্রার্থীরা আবেদনযোগ্য।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত মাধ্যমিক পাশ।
বয়স- 30 থেকে 40 বছরের মধ্যে।
আবেদন করতে হবে অফলাইন এর মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- 19 মার্চ।
ভারত ইলেকট্রনিক্স- এ ট্রেড এ্যাপ্রেন্টিস পদে নিয়োগ। ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবে। ট্রেনিং- এর সময়সীমা এক বছর। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে প্রতিমাসে 7285 টাকা এবং বাকি অন্যান্য ট্রেডের ক্ষেত্রে প্রতি মাসে 8196 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- NCVT স্বীকৃত যেকোন প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস করে থাকতে হবে।
বয়স- 31 মার্চ 2020 তারিখে হিসেবে সর্বোচ্চ 21 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
আবেদনের শেষ তারিখ- 16 মার্চ।
পশ্চিমবঙ্গ ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগের আবেদন চলছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে উভয়েই এখানে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত মাধ্যমিক পাশ।
বয়স- 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন করতে পারবেন অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 18 মার্চ।
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে 55 টি শূন্যপদে গ্রুপ-ডি (সুইপার, লেবারার, মজদুর, পিওন, গার্ড) কর্মী নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ। বাংলা অথবা নেপালি ভাষা লিখতে ও পড়তে জানতে হবে।
বয়স- 18 থেকে 40।
আবেদন করতে পারবেন অফলাইনে। আবেদন করতে হবে সাদা কাগজে বায়োডাটা দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 20 মার্চ।
এয়ার ইন্ডিয়ার মোট 122 টি শূন্যপদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে কাস্টমার এজেন্ট, জুনিয়র এক্সিকিউটিভ এবং প্যারামেডিকেল এজেন্ট পদে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী গ্রাজুয়েশন/ ইঞ্জিনিয়ারিং- এ ডিপ্লোমা/ নার্সিং ইত্যাদি।
বয়স- সর্বোচ্চ 28 বছরের মধ্যে।
প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে কাস্টমার এজেন্ট এর ক্ষেত্রে 11 ই মার্চ এবং বাকি পদগুলোর ক্ষেত্রে 10 মার্চ।

This post was last modified on December 17, 2020 12:43 am

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৬

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

8 hours ago

তীব্র গরমের মধ্যেই আগামীকাল রাজ্যের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা! শেষ মুহূর্তের আপডেট দেখে নিন

তীব্র গরমের দাবদাহের মধ্য দিয়ে দিন কাটছে পশ্চিমবঙ্গবাসীর। সকাল থেকে গরমের প্রকোপ অসহ্যরকম। ইতিমধ্যেই এবছরের…

10 hours ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মোবাইলের মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি তারিখে। প্রায় দীর্ঘ ২ মাস…

13 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 27 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

15 hours ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৬

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

1 day ago

ভারতের প্রধানমন্ত্রী তালিকা 2024 | ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে?

ভারতের প্রধানমন্ত্রী তালিকা 2024: এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র হল ভারত। গণতান্ত্রিক ভাবে সাধারণ…

1 day ago