চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের দু’লক্ষ কর্মসংস্থানের ঘোষণা করলো রাজ্য সরকার, 2 lakh Job in west bengal

শুক্রবার হাওড়ায় বাংলার ক্ষুদ্র কুটির শিল্পের জন্য পার্ক তৈরীর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন এই পার্ক তৈরির জন্য 13 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। মোট 1633 একর জমির ওপর এই ক্ষুদ্র কুটির শিল্প পার্ক গুলি তৈরি করা হবে। এই পার্ক গুলি কার্যকর হলে বাংলায় প্রায় 2 লক্ষ কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি।


মুখ্যমন্ত্রী আরো বলেন, দেশের জাতীয় আয়ের এর প্রায় 14 শতাংশ আসে শুধুমাত্র এই রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প থেকে।
মুখ্যমন্ত্রীর দাবি এই পার্ক গুলি তৈরির ফলে রাজ্য জুড়ে প্রায় দুলক্ষ কর্মসংস্থান তৈরি হবে। তিনি বলেন, “আমি চাই শিল্প আসুক। গ্রামের মানুষকে কর্ম দিশা দেখাতে হবে……”
এক্সপোর্ট সেন্টার হাওড়া, হলদিয়াতে করার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কে এই বিষয়ে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ