রাজ্যে ক্লার্ক, পিওন, হেল্পার, মজদুর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

Share
নদীয়া জেলার গয়েশপুর পৌরসভায় ক্লার্ক, পিওন, হেল্পার, মজদুর, ক্যাশিয়ার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই এই পদগুলোতে আবেদন করতে পারবেন।
Advertise Notice No.- GM/GL/465/2020
পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা:
১) ক্লার্ক (৪): যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ। কম্পিউটার এবং টাইপিং জানতে হবে। বেতন- ২২,৭০০/-
২) পিওন (২): অষ্টম শ্রেণী পাশ, বাংলা অথবা নেপালি ভাষা পড়তে ও লিখতে জানতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হলে অগ্রাধিকার পাবেন। বেতন- ১৭,০০০/-
৩) মজদুর (১): অষ্টম শ্রেণী পাশ। বাংলা বা নেপালি ভাষা পড়তে ও লিখতে জানতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হলে অগ্রাধিকার পাবেন। বেতন- ১৭,০০০/-
৪) হেল্পার (১): অষ্টম শ্রেণী পাশ, বাংলা বা নেপালি ভাষা পড়তে ও লিখতে জানতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হলে অগ্রাধিকার পাবেন। বেতন- ১৭,০০০/-
৫) ড্রাইভার (১): অষ্টম শ্রেণী পাশ, ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স ও পাঁচ বছর ড্রাইভিং- এ অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ২০ থেকে ৪০ বছরের মধ্যে। বেতন- ২১,০০০/-
৬) লাইটিং সুপারভাইজার (১): অষ্টম শ্রেণী পাশ, সঙ্গেইলেকট্রিশিয়ান এর সার্টিফিকেট কোর্স থাকতে হবে। বেতন- ২১,০০০/-
৭) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (১): মাধ্যমিক পাশ, কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এবং কম্পিউটার ইংরেজি টাইপিং- এ প্রতি মিনিটে ২০ টি শব্দ তোলার গতি থাকতে হবে। বেতন- ২২,৭০০/-
৮) স্টোর কিপার (১): মাধ্যমিক পাশ। বেতন- ২২,৭০০/-
৯) অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার (১): মাধ্যমিক পাশ, কম্পিউটার এবং একাউন্টিং এর কাজ জানা থাকলে অগ্রাধিকার। বেতন- ২২,৭০০/-
১০) ক্যাশিয়ার: যে কোন শাখায় গ্রাজুয়েশন পাশ, কম্পিউটার ও একাউন্টিং এর কাজ জানা থাকলে অগ্রাধিকার।
১১) একাউন্টেন্ট: বিকম পাস হতে হবে। কম্পিউটার একাউন্টিং এর কাজ জানা থাকলে অগ্রাধিকার।
১২) স্যানিটারী ইন্সপেক্টর: উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে স্যানিটারী ইন্সপেক্টর ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স পাস হতে হবে।
১৩) সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে সিভিল/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ হতে হবে।
১৪) অ্যাসেসমেন্ট ইনচার্জ: সার্ভিসিং ডিপ্লোমা পাশ হতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে সেল্ফ অ্যাটেস্টেড করা সমস্ত ডকুমেন্টস লাগিয়ে গয়েশপুর মিউনিসিপ্যালিটি অফিসের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র সরাসরি অফিসে গিয়ে হাতে জমা দেওয়া যেতে পারে অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন ফি- আবেদন ফি জমা দিতে হবে ২০০ টাকা। তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা জমা দিতে হবে। ব্যাংক ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে। ড্রাফ্ট কাটতে হবে “GAYESHPUR MUNICIPALITY” PAYABLE AT State Bank of India Kalyani/ Gayeshpur Branch
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- to the chairman, gayespur municipality, p.o.- kataganj, p.o- kalyani, dist.- nadia, pin- 741250
আবেদনের শেষ তারিখ- ৪ এপ্রিল ২০২০.
Download Official Notice-

This post was last modified on December 17, 2020 12:17 am

সর্ব শেষ প্রকাশিত

মে মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের…

16 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

1 day ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

1 day ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

2 days ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

2 days ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

2 days ago