রেলওয়ে গ্রূপ-ডি ও NTPC পরীক্ষার গুরুত্ত্বপূর্ণ প্রশ্নোত্তর

Share

১. ‘প্রাকৃতিক ভূগোলের জন্মদাতা’ কাকে বলা হয়?

উঃ রেটজেলকে।

২. মানবীয় ভূগোলের আদিপুরুষ কে?

উঃ হেরোডোটাস।

৩. ‘Geography’ কথাটির অর্থ কি?

উঃ পৃথিবীর বর্ণনা।

৪. কাল নিয়ে যে ভূগোল আলোচনা করে তাকে কী বলে?

উঃ কালিক-ভূগোল।

৫. ‘Civilization and climate’ গ্রন্থটি কার লেখা?

উঃ হান্টিংটন।

৬. একুমেন শব্দের অর্থ কি?

উঃ মনুষ্য বসবাসযোগ্য পৃথিবী।

৭. শিলামন্ডল ও গুরুমন্ডল -এর মধ্যবর্তী সীমানা কে কি বলে?

উঃ মোহ বিযুক্তি তল।

৮. পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি?

উঃ ইন্দোনেশিয়া (৩,০০০ দ্বীপ)।

৯. ভূ-পৃষ্ঠের গড় উষ্ণতা কত?

উঃ 22 ডিগ্রি সেন্টিগ্রেড (প্রায়)।

১০. বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?

উঃ নাইট্রোজেন।

১১. বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত?

উঃ শতকরা ৭৮.০৮ ভাগ।

১২. বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত?

উঃ শতকরা ২০.৯৪ ভাগ।

১৩. বিষুব রেখা বা নিরক্ষরেখা বরাবর যে গভীর অরণ্য দেখা যায় তাকে কি বলে?

উঃ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য (ট্রপিক্যাল রেইন ফরেস্ট)।

১৪. পৃথিবীর প্রাচীনতম স্থলভাগকে কী বলে?

উঃ প্যানজিয়া।

১৫. পৃথিবীর প্রাচীনতম জলভাগ কে কী বলে?

উঃ প্যানথালাসা।

১৬. সিয়াল ও সীমার মধ্যবর্তী সীমানাকে কী বলে?

উঃ কনরাড বিযুক্তি তল।

১৭. গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মধ্যবর্তী সীমানা কে কী বলে?

উঃ গুটেনবার্গ বিযুক্তিতল।

১৮. ভূ-পৃষ্ঠ থেকে 90 কিলোমিটার -এর ওপরে বায়ুমণ্ডলকে কী বলে?

উঃ বিষমমন্ডল।

১৯. ভূ-পৃষ্ঠ থেকে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে কী বলে?

উঃ সমমন্ডল।

২০. পৃথিবীর তিনটি প্রধান বিভাগ কী কী?

উঃ অশ্বমন্ডল, বায়ুমণ্ডল ও বারিমন্ডল।

This post was last modified on December 14, 2020 11:40 pm

সর্ব শেষ প্রকাশিত

মে মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের…

1 hour ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

16 hours ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

18 hours ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

21 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

2 days ago