রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষার প্রশ্ন উত্তর পর্ব- ১

Share

১. হ্যাভারসিয়ান তন্ত্র মানুষের শরীরে কোথায় অবস্থিত?  উঃ অস্থি।

২. HIV কোন ধরনের ভাইরাস? উঃ RNA ভাইরাস।

৩. পলিটিন ক্রোমোজোম কোন কোষে পাওয়া যায়? উঃ পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি কোষ।

৪. নারকেলের কোন অংশটি আমরা খাই? উঃ সস্য।

৫. পাতায় ‘ঢোকানো পত্ররন্ধের’ উপস্থিতি কোন প্রকার উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য? উঃ জেরোফাইট।

৬. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? উঃ ছাল।

৭. কোন ধাতুর আয়ন সালোকসংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? উঃ লৌহ।

৮. কে ‘স্বদেশ বান্ধব’ সমিতি প্রতিষ্ঠা করেন? উঃ অশ্বিনীকুমার দত্ত।

৯. ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়া কে আবিষ্কার করেন? উঃ ওয়াটসন এবং ক্রিক।

১০. চিংড়ির রেচন অঙ্গের নাম কি? উঃ সবুজ গ্রন্থি।

১১. বায়ুমণ্ডলে যে যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রীন হাউস এফেক্ট হয় তার নাম কি? উঃ কার্বন ডাই অক্সাইড।

১২. কোন প্রাণীর দেহে রুমিনেটিং পাকস্থলী দেখা যায়? উঃ গরু।

১৩. শ্বসনে সাইটোসল কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উঃ গ্লাইকোলাইসিস।

১৪. এন্থেরা আসামা থেকে কোন ধরনের রেশম সংগৃহীত হয়? উঃ মুগা রেশম।

১৫. ক্লাডোগ্রাম কোন প্রকল্পের ব্যাখ্যা করে? উঃ ট্যাক্সোনমি সম্পর্ক।

১৬. মানবদেহে নিজস্ব ওজনের তুলনায় শতকরা কি হারে জল থাকে? উঃ 66 ভাগ।

১৭. ভিটামিন সি -এর রাসায়নিক নাম কি? উঃ এসকরবিক এসিড।

১৮. কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে আয়োডিন দেওয়া হয়? উঃ গলগন্ড।

১৯. আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? উঃ রামমোহন রায়।

২০. জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? উঃ নবগোপাল মিত্র।

২১. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন? উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

২২. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উঃ বারিন্দ্র ঘোষ।

২৩. ‘অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন? উঃ পি মিত্র।

২৪. আমাদের জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’ কে রচনা করেছিলেন? উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২৫. সংবিধানের কোন সংশোধনীতে ভোট দানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? উঃ 61 তম সংশোধনী।

২৬. মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড গুলি পৃথক হয়? উঃ মেটাফেজ দশায়।

২৭. কে ভারতীয় জাতীয় কংগ্রেস কে একটি সেফটি ভাল্ব হিসেবে দেখতে চেয়েছিলেন? উঃ এ ও হিউম।

২৮. চিরস্থায়ী বন্দোবস্ত কোন ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল? উঃ জমিদার প্রথা।

২৯. ভারতের সর্বাপেক্ষা শিল্পোন্নত রাজ্য কোনটি? উঃ মহারাষ্ট্র।

৩০. বর্তমানে পশ্চিমবঙ্গে পৌর নগরের সংখ্যা কয়টি? উঃ 119 টি।

৩১. ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন- এর মূল নকশা কত সালে অনুমোদিত হয়? উঃ  1981 সালে।

৩২. ভারতের সংবিধানের কততম সংশোধনীর দ্বারা ‘সমাজতান্ত্রিক’ এবং ‘ধর্মনিরপেক্ষ’ এই শব্দ দুটি প্রস্তাবনায় যোগ করা হয়েছিল? উঃ 42 তম সংশোধনীর দ্বারা।

৩৩. ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম রাজ্য কোনটি? উঃ অন্ধ্রপ্রদেশ।

৩৪. কে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্ত ভাবে অনুমোদন করে/করেন? উঃ জাতীয় উন্নয়ন পরিষদ।

This post was last modified on December 14, 2020 11:52 pm

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১১

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

2 hours ago

বদল হবে না WBCS -এর সিলেবাস! পরীক্ষা হবে জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে

রাজ্য পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলির মধ্যে অন্যতম পরীক্ষা হলো ডব্লিউবিসিএস পরীক্ষা।…

2 hours ago

অষ্টম শ্রেণী পাশে চুক্তিভিত্তিক কাজের সুযোগ, মাসিক বেতন ২০ হাজার টাকা

কোচিন শিপইয়ার্ড লিমিটেড কোম্পানিতে চাকরির সুযোগ। অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোম্পানির ক্যান্টিনে…

8 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 15 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

12 hours ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২১

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

1 day ago

ভারতের জাতীয় প্রতীক | National Symbol of India

ভারতের জাতীয় প্রতীক: ১৯৪৭ সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের থেকে দেশ ভাগের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে…

1 day ago