রেল গ্রূপ-ডি ও NTPC পরীক্ষার গুরুত্ত্বপূর্ণ প্রশ্নোত্তর

Share

১. অ্যাভোগাড্রো সংখ্যা কে কি দ্বারা প্রকাশ করা হয়?

উঃ N।

২. আইসোটোপে কি ভিন্ন থাকে?

উঃ ভর সংখ্যা।

৩. আইসোটোন -এ কি সমান থাকে?

উঃ নিউট্রন।

৪. আইসোবার -এ কি ভিন্ন থাকে?

উঃ প্রোটন সংখ্যা।

৫. চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক হ্রাস পায় না বৃদ্ধি পায়?

উঃ বৃদ্ধি পায়।

৬. প্রকৃতিতে পাওয়া অ্যামাইনো এসিডের সংখ্যা কয়টি?

উঃ 300 টি।

৭. সিজিএস পদ্ধতিতে লীনতাপের একক কি?

উঃ ক্যালোরি/গ্রাম।

৮. জলের স্ফুটনাঙ্ক কত?

উঃ 100 ডিগ্রী সেলসিয়াস।

৯. ব্যাটারির মধ্যে কোন এসিড ব্যবহার করা হয়?

উঃ সালফিউরিক অ্যাসিড।

১০. বিশুদ্ধ জল ও লবণ জল এদের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি?

উঃ লবণ জলের।

১১. নির্দিষ্ট গলনাংক ও হিমাংক নেই এমন দুটি পদার্থের নাম লেখ।

উঃ মোম এবং কাঁচ।

১২. মানুষের করোটির অস্থি সংখ্যা কত?

উঃ 22 টি।

১৩. প্রেসার কুকারে দ্রুত রান্না হওয়ার কারণ কি?

উঃ প্রেসার কুকার যন্ত্রে আবদ্ধ পাত্রে জলীয়বষ্পের চাপ বাড়িয়ে 100 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় ফোটানো হয় বলে রান্না খুব তাড়াতাড়ি হয়।

১৪. রকেটে ও জেট প্লেনে নিউটনের কোন নীতি কার্যকর করা হয়েছে?

উঃ নিউটনের তৃতীয় গতিসূত্র টি কার্যকর করা হয়েছে।

১৫. তেজস্ক্রিয়তার একক এর নাম কি?

উঃ কুরি।

১৬. কোন গ্যাস বর্ণহীন অথচ বিষাক্ত?

উঃ সায়ানোজেন।

১৭. অনুচক্রিকার গড় আয়ু কত দিন?

উঃ 10 দিন।

১৮. রক্তশূন্যতা বলতে কী বোঝায়?

উঃ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়াকে বোঝায়।

১৯. কোন ধাতুর উপর আলো পড়লে ওই ধাতুর রোধ কমে?

উঃ সেলেনিয়াম।

২০. মানবদেহে রক্ত সঞ্চালন তন্ত্র আবিষ্কার করেন কে?

উঃ উইলিয়াম হার্ভে।

২১. সমুদ্র পথের দূরত্ব মাপা হয় কোন এককে?

উঃ নট।

২২. কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন?

উঃ বিজ্ঞানী ময়সা।

২৩. মানুষের দীর্ঘতম হাড় কোনটি?

উঃ উরুর হাড় (ফিমার)

২৪. হাইড্রোমিটার যন্ত্র কি কাজে ব্যবহৃত হয়?

উঃ তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে হাইড্রোমিটার ব্যবহার করা হয়।

২৫. ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি?

উঃ অপ্সরা।

২৬. শব্দের গতি সবচেয়ে বেশি কোথায়?

উঃ কঠিন মাধ্যমে।

২৭. শব্দের গতি সবচেয়ে কম কোথায়?

উঃ বায়বীয় মাধ্যমে।

২৮. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কোন জায়গায়?

উঃ মরীচিকায়।

২৯. অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়?

উঃ 3 টি।

৩০. কোথা থেকে রক্ত উৎপন্ন হয়?

উঃ ভ্রুনজ মেসোফার্ম থেকে।

৩১. সবচেয়ে হালকা ধাতু কোনটি?

উঃ লিথিয়াম।

৩২. প্রোটিন গঠনে ব্যবহৃত অ্যামাইনো এসিডের সংখ্যা কটি?

উঃ 20 টি।

৩৩. ডাচের তেল আসলে কী?

উঃ তামা ও দস্তার ধাতু সংকর।

৩৪. কোন গ্যাসকে ‘Fixed Air’ বলে?

উঃ কার্বন-ডাই-অক্সাইড।

৩৫. বরফের গলনাঙ্ক কত?

উঃ 0 ডিগ্রী সেলসিয়াস।

৩৬. গোবর গ্যাসের মধ্যে কোন গ্যাস বেশি থাকে?

উঃ মিথেন গ্যাস।

৩৭. ভিটামিন শব্দটির প্রবক্তা কে?

উঃ ক্যাশিমির ফাঙ্ক।

৩৮. একমাত্র কোন ভিটামিন -এ কোবাল্ট থাকে?

উঃ ভিটামিন B12।

This post was last modified on December 14, 2020 11:46 pm

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

12 hours ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

13 hours ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

16 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

20 hours ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

1 day ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

3 days ago