1, 2 ও 3 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স, Bangla Current Affairs 2021

1. 2021 সালে কে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং CEO হিসেবে নিযুক্ত হলেন? উঃ সুনিত শর্মা। 2. সম্প্রতি কে আমেরিকার ডেপুটি ডিফেন্স সেক্রেটারি হিসেবে মনোনীত হলেন? উঃ Kathleen Hicks. 3. সম্প্রতি…

Published By: ExamBangla.com | Published On:

1. 2021 সালে কে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং CEO হিসেবে নিযুক্ত হলেন? উঃ সুনিত শর্মা।
2. সম্প্রতি কে আমেরিকার ডেপুটি ডিফেন্স সেক্রেটারি হিসেবে মনোনীত হলেন? উঃ Kathleen Hicks.
3. সম্প্রতি কে IET -এর “Eminent Engineer Award for the Year 2020” পুরস্কারে ভূষিত হলেন? উঃ রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান V.K. Yadav. IET -এর পুরো নাম- Institution of Engineering and Technology.
4. কে 67 তম দাবা গ্রান্ড মাস্টার হিসেবে জয়লাভ করলেন? উঃ মাত্র 14 বছর বয়সী গোয়া রাজ্যের Leon Mendonca. ইতালির Vergani Cup -এ জয় যুক্ত হয়েছেন তিনি।

5. সম্প্রতি কে ভারতীয় নির্বাচন কমিশনের Deputy Election Commissioner হিসেবে নিযুক্ত হলেন? উঃ উমেশ সিনহা।
6. সম্প্রতি কে “Digital Ocean” নামক প্লাটফর্ম লঞ্চ করলেন? উঃ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন।
7. ভারতবর্ষে GST চালু হওয়ার পর থেকে 2020 সালে সর্বোচ্চ GST সংগৃহীত হয়েছে। তার পরিমাণ কত? উঃ 1,15,174 কোটি টাকা। যার মধ্যে CGST 21,365 কোটি টাকা, SGST 27,804 কোটি টাকা এবং IGST 57,426 কোটি টাকা।
8. Bloomberg Billionaires Index অনুযায়ী কে এশিয়ার ধনীতম ব্যক্তি নির্বাচিত হলেন? উঃ Zhong Shanshan, যার বর্তমান অর্থের পরিমাণ 77.8 বিলিয়ন ডলার।
9. সম্প্রতি কে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL) -এর প্রথম মহিলা প্রধান হিসেবে নিযুক্ত হলেন? উঃ সোমা মন্ডল।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career