2000 শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন দেখুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 2000 শূন্যপদে প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা সবাই আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র…

Published By: ExamBangla.com | Published On:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 2000 শূন্যপদে প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা সবাই আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গের যেসব শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেগুলি হল- আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি। State Bank of India PO Recruitment 2020

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 13/11/2020

বিজ্ঞপ্তি নম্বর-  CRPD/ PO/ 2020-21/ 12

আবেদন শুরু- 14 নভেম্বর, 2020

আবেদন শেষ- 4 ডিসেম্বর, 2020

পদের নাম- প্রবেশনারি অফিসার (PO)

বেতন- শুরুতে বেসিক পে 27,620/- টাকা।

মোট শূন্যপদ- 2000 টি (SC- 300, ST- 150, OBC- 540, EWS- 200, GEN- 810).

বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 এপ্রিল, 2020 তারিখে হিসাবে। অর্থাৎ আবেদনকারীর জন্ম তারিখ হতে হবে 2 এপ্রিল, 1990 থেকে 1 এপ্রিল, 1999 -এর মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর (SC/ ST/ OBC/ PWD/ Ex- Servicemen) প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে 31 ডিসেম্বর, 2020 তারিখের মধ্যে।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন (IBPS) -এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। ওই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন 4 ডিসেম্বর, 2020 তারিখ পর্যন্ত।

আবেদন ফি- GEN/ OBC/ EWS প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে 750/- টাকা। SC/ ST/ PWD প্রার্থীদের কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না।

বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কোড নং-

SC- 01, SC (LD)- 02, SC (VI)- 03, SC (HI)- 04, SC (d&e)- 05, ST- 06, ST (LD)- 07, ST (VI)- 08, ST (HI)- 09, ST (d&e)- 10, OBC- 11, OBC (LD)- 12, OBC (VI)- 13, OBC (HI)- 14, OBC (d&e)- 15, GEN- 16, GEN (LD)- 17, GEN (VI)- 18, GEN (HI)- 19, GEN (d&e)- 20, EWS- 21, EWS (LD)- 22, EWS (VI)- 23, EWS (HI)- 24, EWS (d&e)- 25.

(অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীর ক্যাটাগরি অনুযায়ী এই কোড নম্বর গুলি প্রয়োজন)।

পরীক্ষা পদ্ধতি- প্রথমে হবে কম্পিউটার বেসড প্রিলিমিনারি পরীক্ষা। দ্বিতীয় ধাপে মেইন পরীক্ষা। তৃতীয় ধাপে হবে ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন।

প্রিলিমিনারি পরীক্ষা- প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষা হবে অনলাইন মাধ্যমে। অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। মোট প্রশ্নের সংখ্যা 100 টি। প্রতিটি প্রশ্নের মান 1। অর্থাৎ পরীক্ষার পূর্ণমান 100। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কেটে নেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষা সিলেবাস- প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষা হবে মোট তিনটি বিষয়ের উপর, যথা-

English language- 30 নম্বর (সময়সীমা 20 মিনিট)।

Quantitative aptitude- 35 নম্বর (সময়সীমা 20 মিনিট)।

Reasoning ability- 35 নম্বর (সময়সীমা 20 মিনিট)।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career