2021 মাধ্যমিক পরীক্ষার সিলেবাস, 2021 Madhyamik Syllabus

2021 মাধ্যমিক পরীক্ষার সিলেবাস, 2021 Madhyamik Syllabus: করোনা পরিস্থিতিতে সমস্ত স্কুল বন্ধ থাকায় মাধ্যমিকের সিলেবাস শেষ করা সম্ভব নয়। তাই রাজ্য সরকারের তরফে 2021 সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস 30- 35…

Published By: ExamBangla.com | Published On:

2021 মাধ্যমিক পরীক্ষার সিলেবাস, 2021 Madhyamik Syllabus: করোনা পরিস্থিতিতে সমস্ত স্কুল বন্ধ থাকায় মাধ্যমিকের সিলেবাস শেষ করা সম্ভব নয়। তাই রাজ্য সরকারের তরফে 2021 সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস 30- 35 শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের পোস্টে জানতে পারবেন 2021 সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস। 2021 মাধ্যমিক পরীক্ষায় কথা থেকে প্রশ্ন আসবে। প্রতিটি আলাদা আলাদা বিষয় ভিত্তিক সিলেবাস নীচে দেওয়া হলো।

2021 সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস

2021 মাধ্যমিক পরীক্ষায় যেসব অধ্যায় থেকে প্রশ্ন আসবে সেগুলি হলো-

2021 মাধ্যমিক বাংলা সিলেবাস

গল্প: জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবী।
কবিতা: আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয়োল্লাস।
প্রবন্ধ: হারিয়ে যাওয়া কালি কলম।
নাটক: সিরাজউদ্দৌলা।
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ: কোনি।
ব্যাকরন: কারক ও অকারক সম্পর্ক, সমাস।
নির্মিতি: কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনার অনুবাদ (ইংরেজি থেকে বাংলা)।

আরও পড়ুন: 2021 মাধ্যমিক রুটিন

2021 মাধ্যমিক ইংরেজি সিলেবাস

Father’s Help, Fable, The Passing Away of Bapu, My Own True Family, Our Runaway Kite. (Grammar & Writing Skill)

2021 মাধ্যমিক ইতিহাস সিলেবাস

ইতিহাসের ধারণা, সংস্কার: বৈশিষ্ট্য ও মূল্যায়ন, প্রতিরোধ ও বিদ্রোহ, সংঘবন্ধার গোড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও পর্যালোচনা।

2021 মাধ্যমিক ভূগোল সিলেবাস

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ভারত (ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, মানচিত্র)।

2021 মাধ্যমিক জীবন বিজ্ঞান সিলেবাস

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ।

2021 মাধ্যমিক ভৌত বিজ্ঞান সিলেবাস

সাধারণ অংশ: পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা।
পদার্থবিদ্যা: আলো, চলতড়িৎ।
রসায়ন: পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া।

2021 মাধ্যমিক গণিত সিলেবাস

একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদকষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ (3 বছর পর্যন্ত) ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, ‌লম্ব বৃত্তাকার চোঙ, দ্বিঘাত করণী, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য- ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন, গোলক, ভেদ, অংশীদারি কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ব বৃত্তাকার শঙ্কু, সম্পাদ্য- বৃত্তের স্পর্শক অঙ্কন, সাদৃশতা।

2021 মাধ্যমিক সিলেবাস ডাউনলোড

Download 2021 Madhyamik Syllabus

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career