2500 শূন্যপদে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, এইট পাশে আবেদন করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই মোটা বেতনের চাকরির সুযোগ দিচ্ছে ত্রিপুরা রাজ্য সরকার। মোট 2,500 শূন্যপদে গ্রূপ-ডি স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে Tripura Joint Recruitment Board (JRBT). Tripura Group-D Recruitment.

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 03/12/2020

বিজ্ঞপ্তি নং- 02/2020

পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ (Group- D)

মোট শূন্যপদ- 2500 টি

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ।

বয়স- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে (31/12/2020 তারিখের হিসাবে), সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন- মূল বেতন লেভেল 1 অনুযায়ী হবে।

নিয়োগ পদ্ধতি- প্রথমে লিখিত পরীক্ষা হবে। পরীক্ষায় থাকবে ইংরেজি, জেনারেল স্টাডিজ, জেনারেল নলেজ, এবং কারেন্ট অ্যাফেয়ার্স। ইংরেজি ও জেনারেল স্টাডিজ পেপারে থাকবে ডেসস্ক্রিপ্টিভ টাইপের প্রশ্ন বাংলা, অংক বিষয়ে 30 নাম্বার এবং ইংরেজি বিষয়ে 20 নাম্বার, সময় 2 ঘণ্টা। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স বিষয় থাকবে ডেসক্রিপ্টিভ টাইপের প্রশ্ন 35 নাম্বারের, সময় 2 ঘন্টা। শেষে থাকবে থাকবে 15 নম্বরের ইন্টারভিউ।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। www.employment.tripura.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।  আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ ই-মেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে 28 ডিসেম্বর, 2020 থেকে 11 ফেব্রুয়ারি, 2021 তারিখ পর্যন্ত।

আবেদন ফী- আবেদন ফী লাগবে 200 টাকা (তপশিলী- 150 টাকা), প্রতিবন্ধীদের ফি লাগবে না।

অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন-

অফিশিয়াল ওয়েবসাইট- Click here

আরও পড়ুন

কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ, শুরুতেই বেতন ১৮ হাজার টাকা রাজ্যের ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১২ হাজার টাকা কলকাতায় কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৮ হাজার টাকা WBSSC Group C D Exam Date 2026: ভোটের আগেই পরীক্ষা? জেনে নিন এক্ষুনি ৩৫০ শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ, আজ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেল