5 ডিসেম্বর 2020 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, চাকরির পরীক্ষায় গুরুত্ত্বপূর্ণ

১) সম্প্রতি কে 'ডাইরেক্টর জেনারেল বর্ডার রোডস' (DGBR) হিসেবে নিযুক্ত হলেন? উঃ লেফটেনেন্ট জেনারেল রাজিব চৌধুরি। ২) 2020 সালের 3 ডিসেম্বর ডঃ রাজেন্দ্র প্রসাদ -এর কত তম জন্মবার্ষিকী পালিত হল?…

Published By: ExamBangla.com | Published On:

১) সম্প্রতি কে ‘ডাইরেক্টর জেনারেল বর্ডার রোডস’ (DGBR) হিসেবে নিযুক্ত হলেন? উঃ লেফটেনেন্ট জেনারেল রাজিব চৌধুরি।

২) 2020 সালের 3 ডিসেম্বর ডঃ রাজেন্দ্র প্রসাদ -এর কত তম জন্মবার্ষিকী পালিত হল? উঃ 133 তম।

৩) প্রতিবছর 2 ডিসেম্বর কোন রাজ্যে ‘কোনারক ফেস্টিভেল’ অনুষ্ঠিত হয়? উঃ উড়িষ্যা।

৪) কোন রাজ্যে ‘International Sand Art Festival’ অনুষ্ঠিত হয়? উঃ উড়িষ্যা রাজ্যের পুরি জেলার চন্দ্রভাগা সমুদ্র সৈকতে।

৫) সম্প্রতি কে ‘ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড’ -এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? উঃ ভরসা জোশি।

৬) সম্প্রতি কোন রাজ্যে ‘Suryadhar’ নামক স্বাদু জলের হ্রদ উদ্বোধন করা হলো? উঃ উত্তরাখণ্ড।

৭) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? উঃ 3 ডিসেম্বর। এবছরের থিম- ‘Building Back Better: toward a disability -inclusive, accessible and sustainable post COVID-19 World’.

৮) সম্প্রতি কে TIME Magazine -এর ‘Kid of the Year’ হিসেবে নির্বাচিত হলেন? উঃ গীতাঞ্জলি রাও।

৯) Indian Navy Day কবে পালিত হয়? উঃ 4 ডিসেম্বর।এবছরের থিম- ‘Indian Navy combat Ready, Credible & Cohesive’.

১০) কোন ভারতীয় ‘Global Teacher Prize 2020’ পুরস্কারে সম্মানিত হলেন? উঃ Ranjitsinh Disale. মহারাষ্ট্র রাজ্যের সোলাপুর -এর জেলা পরিষদ প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি।

১১) “Sher-e-Kashmir” নামক বডিবিল্ডিং প্রতিযোগিতা কোন সংস্থা আয়োজন করে? উঃ ইন্ডিয়ান আর্মি। কাশ্মীরের শ্রীনগরে এটি অনুষ্ঠিত হয়।

১২) সম্প্রতি কোন ফুটবলার 2020’s Best FIFA Men’s Player Award -এর জন্য মনোনীত হয়েছেন? উঃ রোনাল্ডো। সম্প্রতি তিনি তার জীবনের 750 নম্বর গোল পূর্ণ করেছেন।

১৩) বিক্রম সারাভাই স্পেস সেন্টার -এর কোন প্রাক্তন ডাইরেক্টর সম্প্রতি প্রয়াত হয়েছেন? উঃ Dr. S Ramakrishnan.

১৪) কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক প্রকাশিত  2020 সালের তালিকা অনুযায়ী ভারতবর্ষের কোন পুলিশ স্টেশন “Best Police Station in India” তকমা পেল? উঃ মনিপুর রাজ্যের Thoubal জেলার Nongpok Sekmai Police Station.

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career